Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৫ ১১:২৬ | আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১৫:৩২

দুর্ঘটনায় নিহতদের মরদেহ।

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নয়ন ইসলাম (২৫) ও রনি ইসলাম (২৮)। তারা দুজনই সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারা গ্রামের বাসিন্দা। হতাহত সবাই কিয়াম মেটাল ইন্ড্রাষ্ট্রিজে কর্মরত ছিলেন। এ ঘটনায় মিজানুর রহমান(২৭) নামের আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এস আই জয়দেব সারাবাংলাকে নিশ্চিত করে বলেন, সকালে দূর্বাচারা গ্রাম থেকে এক মোটরসাইকেলে নয়ন, রনি ও মিজানুর কর্মস্থল কিয়াম মেটাল ইন্ড্রাষ্ট্রিজে আসার পথে বটতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগামী গড়াই বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নয়ন ও রনির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মিজানুর রহমানকে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া- ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা।

সারাবাংলা/এনজে

নিহত মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর