‘নীলফামারী মেডিকেল কলেজ বন্ধ নয়, মান নিশ্চিতে নেওয়া হবে কঠোর পদক্ষেপ’
১২ এপ্রিল ২০২৫ ১৪:৫৯
নীলফামারী সরকারি মেডিকেল কলেজ পরিদর্শনে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
নীলফামারী: সরকার নীলফামারী মেডিকেল কলেজসহ দেশের কোনো মেডিকেল কলেজ বন্ধ করতে চায় না বা এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে যে সব মেডিকেল কলেজ মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ হবে, সেগুলোর বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
শনিবার (১২ এপ্রিল) নীলফামারী সরকারি মেডিকেল কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘সরকার চায় না দেশের কোনো মেডিকেল কলেজ বন্ধ হোক। তবে যদি কোনো কলেজ মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ হয়, তাহলে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। কারণ, আমরা চাই না এমন কোনো চিকিৎসক তৈরি না হোক, যারা রোগীদের সঠিক চিকিৎসা দিতে পারবে না।’
মহাপরিচালক আরও জানান, বর্তমানে দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজের মধ্যে সবচেয়ে পুরাতন ৮টি ও নবীন ৬টি কলেজ নানা রকম চ্যালেঞ্জের মুখে রয়েছে। তবে নবীন ৬টি কলেজের মধ্যে নীলফামারী সরকারি মেডিকেল কলেজ তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। এসব নবীন কলেজের অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকার প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করেছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘নবীন-প্রবীণ সব মেডিকেল কলেজের মানোন্নয়নের জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। প্রয়োজনে যেসব কলেজ মান বজায় রাখতে পারছে না, তাদের নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, যা হবে সকলের মঙ্গলের জন্য।’
এর আগে সকালে কলেজের সম্মেলন কক্ষে অধ্যক্ষ অধ্যাপক ডা. জিম্মা হোসেনের সভাপতিত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন অধ্যাপক ডা. নাজমুল হোসেন। সভায় নীলফামারী সরকারি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ নানা সমস্যার কথা তুলে ধরেন শিক্ষক-শিক্ষার্থীরা।
পরিদর্শন শেষে অস্থায়ী ক্যাম্পাসে চারটি গাছের চারা রোপণ করেন অধ্যাপক ডা. নাজমুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (মানবসম্পদ ও ব্যবস্থাপনা) ডা. মাসুদুর রহমান, উপপরিচালক (সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ) ডা. সৈয়দ মোহাম্মদ বাকী বিল্লাহসহ রংপুর ও দিনাজপুর সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষগণ।
সারাবাংলা/এনজে