Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্চ ফর গাজা: মজলুমদের পাশে থাকার আহ্বান ঢাবি উপাচার্যের

স্টাফ করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৫ ১৬:৫১

মার্চ ফর গাজা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান

ঢাবি: ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা ও জবরদখলের প্রতিবাদে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এতে তিনি সকলকে মজলুমদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তিনি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

কর্মসূচিতে ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ‘আজকে গাজা, রাফা, প্যালেস্টাইন যেভাবে আমরা বলি না কেন, তারা নিপীড়নের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এটা শুধু মুসলমানদের বিষয় না, মুসলমান-অমুসলমান সকলের দায়িত্ব মজলুমদের পাশে দাঁড়ানো। সুতরাং, তাদের জন্য দোয়া করা, পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘‘আমাদের নবীজি বলেছেন, বিশ্বাসীরা একটা দেহের মত। একস্থানে আঘাত করলে অন্যস্থানও আহত হয়। তাই, মজলুমদের জন্য আপনাদের এ আয়োজনকে স্বাগত জানায়।’’

ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ‘আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি পরীক্ষা চলছে। বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এসেছেন। তাদের যাতে কোনো বাঁধা না ঘটে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’

কর্মসূচিতে বেনিয়ামিন নেতানিয়াহুর ও ডোনাল্ড ট্রাম্পের ব্যঙ্গ করা মুখাকৃতিসহ নানা প্ল্যাকার্ড নিয়ে জন-সাধারণের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি চলছে। কর্মসূচির কারণে বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়েছে।

সারাবাংলা/এআইএন/এইচআই

গাজায় গণহত্যা ঢাবি উপাচার্য ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান মার্চ ফর গাজা

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর