মার্চ ফর গাজা: উপচেপড়া ভিড় মেট্রোস্টেশনে
১২ এপ্রিল ২০২৫ ১৭:৪৩ | আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ২১:৩২
ঢাকা: ফিলিস্তানে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদ জানিয়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিতে লাখো মানুষ রাজধানীর মেট্রোস্টেশনগুলোতে। প্রতিটি স্টেশনের বাইরে চলে গেছে যাত্রীদের লাইন। প্রতিটি কোচ ভর্তি যাত্রী। পা রাখার জায়গা নেই যেন কোথাও।
এর আগে শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টার দিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু হয় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। আর সেখানে যোগ দিতে লাখো মানুষের ঢল নামে সকাল থেকেই। সেই ঢল দেখা গেছে মেট্রো স্টেশনেও।
রাজধানীর প্রতিটি স্টেশনে বিশেষ করে মতিঝিল অভিমুখের স্টেশনগুলোতে ছিল উপচে পড়া ভিড়। স্টেশনগুলোর সকল টিকিট কাউন্টার ছিল লোকারণ্য। একই অবস্থা ছিল প্লাটফর্মে। যাত্রীদের ভিড় সামাল দিতে ক্লান্ত পুলিশ। যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে ট্রেনের দরজা বন্ধ না হওয়ায় কিছু সময় স্টেশন বন্ধ রাখা হয়। একটি স্টেশনে বাচ্চার হাত আটকা পড়ে দরজায়।
বিকেল সাড়ে ৪টায় মিরপুর ১১ নম্বর স্টেশনে দায়িত্বরত পুলিশ নিজামুল হক বলেন, যাত্রীরা বুঝে না ট্রেনের দরজায় লিফটের মত সেন্সর নেই। তারা নিজে উঠে হাত দিয়ে দরজা খোলা রাখার চেষ্টা করে সঙ্গীদের তোলার জন্য। এটা করতে গেলে যাত্রীর হাতে আঘাত পেতে পারেন। অন্যদিকে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যেতে পারে।
প্রতিটি স্টেশনে দেখা গেছে যাত্রীদের অতিরিক্ত চাপ। ট্রেনের প্রতিটি কোচ কানায় কানায় পূর্ণ ছিল। ঠেঁসে গাদাগাদি করে যাত্রীরা গন্তব্যে রওয়ানা করেছেন। এদিকে নারীদের জন্য নির্ধারিত কামরাতেও ছিল ভিড়। সেখানে পুরুষ উঠে পড়েছেন বার বার। পুলিশ টেনেহেঁচড়ে নামাচ্ছেন আবার উঠছেন। আবার দুই কোচের মাঝের জায়গায় দাঁড়ানো নিষেধ থাকা সত্ত্বেও সেখানেও যাত্রী উঠে পড়েছে। ট্রেনের দরজা বন্ধ করাই কঠিন ছিল।
ট্রেন কর্তৃপক্ষ বার বার মাইকে বলছেন, আর উঠবেন না, পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করুন। কে শোনে কার কথা। এক ট্রেনেই গাদাগাদি করে উঠে পরছেন। দরজা থেকে দূরত্বে দাড়ানোর ঘোষণাও কেউ কানে তুলছেন না। এই পরিস্থিতিতে সবচেয়ে বিপদে পড়েছেন ছুটির দিনে না জেনে যারা স্ত্রী সন্তান নিয়ে মেট্রো ভ্রমণে বেড়িয়েছেন। মেট্রোর এই পরিস্থিতি সকাল থেকেই। সকাল থেকে ছিল মতিঝিল অভিমুখে মানুষের ঢল। আর বিকেল পাঁচটার পর শুরু হয় উত্তরা, মিরপুর অভিমুখে মানুষের ঢল। কারওয়ান বাজার, শাহবাগ টিএসসি স্টেশন ছিল লোকারণ্য। এক সময় শাহবাগ ও টিএসসি স্টেশন বন্ধ করে দেওয়া হয়।
এদিকে এর আগে বাংলামোটর, কাকরাইল পুরান ঢাকা, গুলিস্তানের জিরোপয়েন্টসহ বিভিন্ন স্থান থেকে একযোগে শুরু হয় এই মার্চ ফর গাজা কর্মসূচি। একে একে রাজধানীর সব পথ মিলত হয় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে।
সারাবাংলা/জেআর/এইচআই