আমাদের হৃদয়ে বাস করে একেকটা ফিলিস্তিন: আজহারী
১২ এপ্রিল ২০২৫ ১৭:৪০ | আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ২০:১১
ঢাকা: জনপ্রিয় ইসলামিক বক্তা ও গবেষক মাওলানা মিজানুর রহমান আজহারী বলেছেন, আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের একেকজনের হৃদয়ে বাস করে একেকটা ফিলিস্তিন। আজ বুঝেছি বাংলাদেশের মানুষ ফিলিস্তিন ও আল আকসার পক্ষে।
শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টার দিকে মার্চ ফর গাজ কর্মসূচি শুরু হওয়ার পর প্রথমে জনতার উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মিজানুর রহমান আজহারী ‘আমার ভাই শহিদ কেন? জাতিসংঘ, জবাব চাই’; ‘ফিলিস্তিন, ফিলিস্তিন-জিন্দাবাদ, জিন্দাবাদ’; ‘আল কুদুস-জিন্দাবাদ’- স্লোগান দেন।
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি লাখ লাখ মানুষের অংশ গ্রহণে সফলভাবে অনুষ্ঠিত হয়। এ সময় ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এরপর ফিলিস্তিনিদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
মোনাজাতে বলা হয়, ইসরায়েল ফিলিস্তিনে যে নৃশংসতা চালাচ্ছে, তা মানবতার ওপর চরম আঘাত। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, যেন তিনি নির্যাতিত মুসলমানদের রক্ষা করেন এবং ফিলিস্তিনকে স্বাধীনতার আলো দেখান। একইসঙ্গে গাজায় চলমান ইসরায়েলি হামলা বন্ধ হওয়া, ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার ও আহতদের সুস্থতা, শিশু ও নিরীহ নাগরিকদের জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ, বিশ্ব নেতাদের বিবেক জাগ্রত হওয়া, নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর অব্যাহত আগ্রাসনের বিচার চেয়ে দোয়া করা হয়।
সারাবাংলা/এমএইচ/পিটিএম