Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়িয়ায় পদ্মা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৮ ড্রেজার জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৫ ২০:৩৫ | আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ২০:৪৫

ড্রেজার জব্দ

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়ার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচ কোটি টাকা মূল্যের আটটি ড্রেজার (কাটার) জব্দ করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) দুপুরে নড়িয়া উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার পদ্মা নদী রক্ষাবাদের বামতীর এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কাটার মেশিন জব্দ করা হয়।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পদ্মা নদীর নড়িয়ার বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। স্থানীয়দের অভিযোগে শুক্রবার সন্ধ্যায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এ সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোনের দায়ে আটটি ড্রেজার জব্দ করে পদ্মার পাড়ে নিয়ে আসা হয়।

এদিকে, অভিযান টের পেয়ে ড্রেজারে থাকা শ্রমিকেরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

নড়িয়া উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল বলেন, জেলা প্রশাসন, জেলা পুলিশ, উপজেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও নৌ-পুলিশের সহযোগিতায় আমরা অভিযান চালিয়ে আটটি ড্রেজার জব্দ করে পাড়ে নিয়ে এসেছি। তবে ড্রেজারে থাকা লোকজন আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তাদের আটক করা সম্ভব হয়নি। অবৈধভাবে বালু তোলা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এইচআই

অবৈধভাবে বালু উত্তোলন ড্রেজার জব্দ বালু উত্তোলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর