Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিমলায় মাদক ব্যবসায়ী স্বামীকে ধরিয়ে দিল স্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৫ ২০:৪৮ | আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ২০:৫০

গ্রেফতার কামারুজ্জামান

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলায় স্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াবা ও ফেনসিডিলসহ কামারুজ্জামান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মেডিকেল মোড় এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতার কামারুজ্জামান ডিমলা উপজেলার বাবুরহাট এলাকার মো. আলাউদ্দিন সরকারের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (১১ এপ্রিল) রাতে কামারুজ্জামানকে মাদক ব্যবসা থেকে বিরত থাকতে বলেন তার স্ত্রী। এতে ক্ষিপ্ত হয়ে কামারুজ্জামান স্ত্রীর মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে আহত স্ত্রী থানায় গিয়ে স্বামীর মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়ে বিস্তারিত তথ্য দেন।

পরে পুলিশ ঐ তথ্যের ভিত্তিতে শনিবার সকালে অভিযান চালিয়ে কামারুজ্জামানের ভাড়া বাসা থেকে ৩৮ পিস ইয়াবা ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় কামারুজ্জামানকে হাতেনাতে আটক করা হয়।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী সারাবাংলাকে বলেন, গ্রেফতার কামারুজ্জামান প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। মাদক মামলায় আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এইচআই

মাদক ব্যবসায়ী স্বামীকে ধরিয়ে দিল স্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর