Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রীদের ঘরে সিসি ক্যামেরা, সেই মাদরাসা বন্ধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ০০:০৪ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ০০:০৬

বেনাপোল: যশোরের শার্শা উপজেলার ছাত্রীদের শোবার ঘরে নাইট ভিশন সিসি ক্যামেরা পাওয়া সেই কওমি মাদরাসাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের নেতাদের উপস্থিতিতে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

যশোরের পুলিশ সুপারের কাছে এক অভিভাবকের অভিযোগের পর বৃহস্পতিবার (১০ এপ্রিল) ওই মাদরাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ১৬টি সিসিটিভি ক্যামেরা, মনিটর এবং সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বৈঠকে ওই মাদরাসার পরিচালক মাওলানা তরিকুল ইসলাম সিসিটিভি ক্যামেরা স্থাপনের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান বলেন, বোর্ড নেতারা সিদ্ধান্ত নিয়েছেন, দেশের কোনো নারী কওমি মাদরাসায় আর সিসি ক্যামেরা ব্যবহার করা হবে না।

তিনি আরও বলেন, আজকের মধ্যে ১০০ থেকে ১৫০ জন ছাত্রীকে তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ বিষয়ে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড সিদ্ধান্ত নেবে। মাদ্রাসার সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সারাবাংলা/এইচআই

ছাত্রীদের ঘরে সিসি ক্যামেরা মাদরাসা বন্ধ যশোর সিসি ক্যামেরা

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর