আইপিএল ২০২৫
অভিষেক তাণ্ডবে লণ্ডভণ্ড আইপিএলের রেকর্ডবুক
১৩ এপ্রিল ২০২৫ ০৯:৫০ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ০৯:৫২
তার ব্যাটে ঝড় আগেও দেখেছে আইপিএল। মাঝে কিছুদিন ব্যাট হাসেনি অভিষেক শর্মার। পাঞ্জাব কিংসের বিপক্ষে আবার স্বরূপে ফিরলেন এই মারকুটে ব্যাটার। ৫৫ বলে ১৪১ রানের টর্নেডো ইনিংসে আইপিএলের রেকর্ডবুক ওলটপালট করে দিয়েছেন অভিষেক।
পাঞ্জাবের বিপক্ষে অভিষেকের ১৪১ রানের ইনিংসটি আইপিএলের ইতিহাসে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। অভিষেক ভেঙেছেন লোকেশ রাহুলের করা ১৩২ রানের রেকর্ড। সব মিলিয়ে সর্বোচ্চ রানের ইনিংসের তালিকায় অভিষেক আছেন তৃতীয় স্থানে। তার উপরে আছেন ব্রেন্ডন ম্যাককালাম, তার ছিল ১৫৮ রানের অপরাজিত ইনিংস। ক্রিস গেইলের করা ১৭৫ রানের অপরাজিত ইনিংসটি এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ।
অভিষেকের ১৪১ রানের ইনিংসটি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে ১২৬ রান করা ডেভিড ওয়ার্নার ছিলেন তালিকার শীর্ষে।
১৪১ রানের ইনিংসে খেলার সময় অভিষেক মেরেছেন ১৪টি চার ও ১০টি ছক্কা। বাউন্ডারি থেকে মোট রান তুলেছেন ১১৬। এক ইনিংসে হায়দরাবাদের হয়ে বাউন্ডারি থেকে এটাই সবচেয়ে বেশি রান তোলার রেকর্ড। অভিষেক ভেঙেছেন জনি বেয়ারস্টোর ৯০ রান তোলার রেকর্ড।
গত রাতে বিধ্বংসী এই ইনিংস খেলার সময় অভিষেক হাঁকিয়েছেন ১০টি ছক্কা। এক ইনিংসে হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড এটি। অভিষেক ভেঙেছেন ডেভিড ওয়ার্নারের ৮ ছক্কার রেকর্ড।
হায়দরাবাদ-পাঞ্জাব ম্যাচে মোট রান হয়েছে ৪৯২। আইপিএলের এক ম্যাচে সর্বোচ্চ রানের তালিকায় এই ম্যাচ আছে ষষ্ঠ স্থানে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে এটাই সর্বোচ্চ রান।
পাঞ্জাবের বিপক্ষে ২৪৫ রান তাড়া করে জিতেছে হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড এটি। সবার উপরে আছে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গত আসরে পাঞ্জাব কিংসের করা ২৬২।
সারাবাংলা/এফএম