Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্লোবাল সুপার লিগে রিশাদকে চায় হোবার্ট

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫ ১০:৫৫ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১০:৫৮

রিশাদ হোসেন

বিগ ব্যাশের গত মৌসুমে হোবার্ট হারিকেনসের হয়ে খেলার কথা ছিল তার। সেবার এই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলতে না পারলেও এবার গ্লোবাল সুপার লিগে হোবার্টের হয়ে খেলার সম্ভাবনা জেগেছে বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেনের। বিগ ব্যাশের দল হোবার্ট গ্লোবাল সুপার লিগের জন্য রিশাদকে দলে নিতে চাইছে।

সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে দল পেয়েছিলেন রিশাদ। তবে সুযোগ পেলেও বিপিএলের সঙ্গে সূচি মিলে যাওয়ায় অস্ট্রেলিয়াতে আর যাওয়া হয়নি তার। রিশাদকে ছাড়াই অবশ্য শিরোপা জিতেছে হোবার্ট।

বিজ্ঞাপন

ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত হবে এবারের গ্লোবাল সুপার লিগ। বিগ ব্যাশে না পেলেও রিশাদকে এই টুর্নামেন্টে খেলাতে চান হোবার্ট। জানা গেছে, এরই মধ্যে রিশাদকে পেতে বিসিবির সঙ্গে আলোচনা শুরু করেছে বিগ ব্যাশের দলটি।

বিগ ব্যাশের মতো গ্লোবাল সুপার লিগেও হোবার্টের হয়ে খেলা অনিশ্চিত রিশাদের। জুলাইয়ে হতে যাওয়া গ্লোবাল সুপার লিগের সময় শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ। সেখানে তিন ফরম্যাটেই সিরিজ খেলবে দল। টেস্ট দলে কম সুযোগ পেলেও সাদা বলে দলের নিয়মিত মুখ রিশাদ। রিশাদকে দলে পাওয়া তাই বেশ কঠিন হবে হোবার্টের জন্য।

এবার বাংলাদেশ থেকে গ্লোবাল সুপার লিগে অংশ নেবে গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। সেবার রংপুরের শিরোপা জেতায় রিশাদের  বড় ভূমিকা ছিল।

সারাবাংলা/এফএম

রিশাদ হোসেন হোবার্ট হারিকেনস