Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে নতুন সব আয়োজন শিল্পকলা একাডেমির

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ১২:২৭ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৪:৪১

ঢাকা: চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এর মধ্যে বেশকিছু আয়োজন প্রথমবারের মতো উদযাপন হতে যাচ্ছে।

এর মধ্যে দিনটিকে কেন্দ্র করে প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মাইলস’, ‘ওয়ারফেজ’, ‘ভাইকিংস’সহ ১২টি ব্যান্ড নিয়ে দুইদিনব্যাপী কনসার্ট ।

রোববার (১৩ এপ্রিল) দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘চৈত্র সংক্রান্তি ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন শিল্পকলা একাডেমি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যান্ড শো-তে সংগীত পরিবেশন করবে একঝাঁক জনপ্রিয় ব্যান্ড। এর মধ্যে রয়েছে ‘ওয়ারফেজ’, ‘ফিডব্যাক’, ‘ভাইকিংস’, ‘এভোয়েড রাফা’, ‘দলছুট’, ‘আর্টসেল’, ‘লালন’সহ গারো সম্প্রদায়ের ব্যান্ড ‘এফ মাইনর’, ‘দি রাবুগা’, মারমা সম্প্রদায়ের ‘চিম্বুক’, ত্রিপুরা সম্প্রদায়ের ‘ইমাং’, চাকমা সম্প্রদায়ের ‘ইনভোকেশন’ এবং খাসিয়া সম্প্রদায়ের ব্যান্ড ‘ইউনিটি’। এই অনুষ্ঠানে ৫০ জন ঢাক-ঢোল বাদক এবং ৫০ জন লাঠিখেলা শিল্পীও অংশ নেবেন।

চৈত্র সংক্রান্তি ব্যান্ড শো সবার জন্য উন্মুক্ত। তবে এ আয়োজনে অংশ নিতে দর্শকদের রেজিস্ট্রিশন করতে হবে। দর্শকরা বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভেন্যুতে প্রবেশ করতে পারবেন।

এদিকে, নববর্ষ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’য় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় প্রথমবারের মতো ২৮টি জাতিগোষ্ঠীর ৪৯৪ জন শিল্পী বর্ণিল সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণ করবেন। অংশগ্রহণকারী জাতিগোষ্ঠীর মধ্যে রয়েছে বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, লুসাই, পাংখোয়া, বম, ম্রো, রাখাইন, খিয়াং, বানাই, সাঁওতাল, ওঁরাও, তুরী, মাহালি, মালপাহাড়িয়া, কোল, মাহাতো, মুণ্ডা রাজোয়াড়, মনিপুরী, খাসিয়া, চা-জনগোষ্ঠী, গারো, হাজং, কোচ ও মালো।

বিজ্ঞাপন

এ ছাড়াও এই শোভাযাত্রায় দুই শতাধিক ব্যান্ডসংগীত শিল্পী অংশগ্রহণ করবে এবং পৃথিবীর শান্তি কামনায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সম্মিলিতভাবে গান পরিবেশিত হবে।

নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় এবং বাংলাদেশ জাতীয় সংসদ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহেযোগিতায় ‘ড্রোন শো’ ও ‘ব্যান্ড শো’ আয়োজিত হবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ব্যান্ড, নৃত্যদল, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী ও যন্ত্রশিল্পীদের সমন্বয়ে ‘বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান’ আয়োজিত হবে। এ অনুষ্ঠানে সমবেত যন্ত্রবাদন ও সমবেত সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির যন্ত্রশিল্পী ও কণ্ঠশিল্পীরা। সমবেত নৃত্য পরিবেশন করবে নান্দনিক নৃত্য সংগঠন, কায়া আশ্রম, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, স্বপ্ন ছোঁয়া সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পী ও নবীন নৃত্যশিল্পীরা। ব্যান্ড সংগীত পরিবেশন করবে বাংলা ফাইভ, সর্বনাম, অনিমেষ রায় ও তাঁর দল এবং রে রে সংগঠন। এ ছাড়াও থাকবে একক সংগীত পরিবেশনা।

সারাবাংলা/এফএন/এমপি

চৈত্র সংক্রান্তি বাংলা নববর্ষ শিল্পকলা একাডেমি

বিজ্ঞাপন

খুলনায় স্বস্তির বৃষ্টি
১৪ এপ্রিল ২০২৫ ১৬:২৮

আরো

সম্পর্কিত খবর