Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পের শুল্ক থেকে অব্যাহতি পেল স্মার্টফোন ও কম্পিউটার

আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫ ১৫:১৫ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৭:৫০

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ ঘোষিত শুল্কের থেকে স্মার্টফোন, কম্পিউটার মনিটর এবং অন্যান্য ইলেকট্রনিক পণ্য অব্যাহতি পেয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) রাতে যুক্তরাষ্ট্রের কাস্টমস ও বর্ডার প্রোটেকশন এক নোটিশে এ তথ্য জানায়।

নোটিশ অনুযায়ী, ৫ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা কিংবা ওয়্যারহাউস থেকে ছাড়া পণ্যগুলো এই ছাড়ের অন্তর্ভুক্ত হবে। তবে এই অব্যাহতি ২০ শতাংশ শুল্কের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যা চীনের ফেন্টানিল বাণিজ্যে ভূমিকার কারণে আরোপ করা হয়েছে।

বিজ্ঞাপন

এই অব্যাহতি প্রযুক্তি খাতের জন্য একটি বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। অ্যাপল, এনভিডিয়া, মাইক্রোসফটের মতো টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো এর ফলে বিশাল আর্থিক চাপ থেকে মুক্তি পাবে। ওয়েডবুশ সিকিউরিটিজের মতে, অ্যাপলের আইফোন উৎপাদন ও অ্যাসেম্বলিংয়ের প্রায় ৯০ শতাংশই চীনে হয়ে থাকে।

ওয়েডবুশ বিশ্লেষকরা শনিবার (১২ এপ্রিল) এক বিবৃতিতে এই অব্যাহতিকে প্রযুক্তি বিনিয়োগকারীদের জন্য সম্ভবত সাপ্তাহিক সেরা খবর বলে অভিহিত করেন।

তারা বলেন, ‘অ্যাপল, এনভিডিয়া, মাইক্রোসফটসহ পুরো প্রযুক্তি খাত এখন বড় এক স্বস্তি নিতে পারে। এটি একটি বড় অগ্রগতি এবং চীন-মার্কিন ট্যারিফ যুদ্ধের আলোচনায় একটি নতুন ধাপ।’

অ্যাপল এই বিষয়ে মন্তব্য না করলেও, এনভিডিয়া ও মাইক্রোসফট মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

অন্যদিকে, কাউন্টারপয়েন্ট রিসার্চের হিসেবে, অ্যাপলের যুক্তরাষ্ট্রে ছয় সপ্তাহ পর্যন্ত আইফোনের মজুত রয়েছে। এই স্টক শেষ হলে দাম বাড়ার সম্ভাবনা ছিল।

হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে স্থানীয়ভাবে উৎপাদনে উৎসাহিত করতে থাকবেন।

বিজ্ঞাপন

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কার করে বলেছেন, যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ প্রযুক্তি উৎপাদনের ক্ষেত্রে চীনের ওপর নির্ভর করতে পারে না। এজন্য তিনি অ্যাপল, টিএসএমসি এবং এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে মার্কিন বিনিয়োগ নিশ্চিত করেছেন।’

শুক্রবার (১১ এপ্রিল) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘কিছু যৌক্তিক ব্যতিক্রম থাকতে পারে, তবে আমি বলব ১০ শতাংশই ন্যূনতম হার।’

ট্রাম্প প্রশাসন বলছে, এসব শুল্ক যুক্তরাষ্ট্রে উৎপাদনশীলতা বাড়াবে এবং বহুবছরের শিল্প পতনের উলটো পথে যাবে। তবে কিছু পণ্য, যেমন সেমিকন্ডাক্টর ও চিপ, যুক্তরাষ্ট্রে উৎপাদন করা কঠিন ও ব্যয়সাপেক্ষ। তাই সেগুলোকে ট্যারিফ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এটি বিশেষভাবে উপকারে আসবে এশিয়ান চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর, যেমন টিএসএমসি, স্যামসাং এবং এসকে হাইনিক্স।

সারাবাংলা/এনজে

অব্যাহতি কম্পিউটার ট্রাম্প শুল্ক স্মার্টফোন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর