Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মডেল মেঘনার আটকাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ১৫:৩১ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৬:৩০

মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনা আলমের ৩০ দিনের আটকাদেশ কেন অবৈধতা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (১৩ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
এদিন এই আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মেঘনার বাবা। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন ও আইনজীবী জাহেদ ইকবাল।
গত ১০ এপ্রিল মেঘনাকে বিশেষ ক্ষমতা আইনে কারাগারে রাখার আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত। ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
আদেশে বলা হয়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২ (এফ) ধারায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার পরিপন্থি ক্ষতিকর কার্য থেকে নিবৃত্ত করার জন্য এবং আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ৩০ দিনের এই আটকাদেশ দেয়া হয়েছে। পরবর্তীতে মেঘনাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
২০২০ সালের ৫ অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন মেঘনা আলম। গত ১০ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে মেঘনাকে আদালতে হাজির করে ডিবি পুলিশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/এমপি

গ্রেফতার মেঘনা আলম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর