‘আ.লীগের সময়ে করা ৭১৮৪টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ’
১৩ এপ্রিল ২০২৫ ১৬:০৮ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৭:৪৯
ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, গত ফ্যাসিস্ট সরকারের সময় ৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে জরুরি সংবাদ ব্রিফিং এ একথা জানান তিনি।
আইন উপদেষ্টা বলেন, একটা মামলা প্রত্যাহারের সুপারিশ করার আগে অনেক কিছু যাচাই বাছাই করতে হয়। অনেক কাগজপত্র ঘাটাঘাটি করতে হয়। কখনো এমন মামলা আসে যা রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলা না। প্রতিনিয়ত এসব খতিয়ে দেখছেন আমাদের কর্মকর্তারা। হয়তো আপনারা ভাবেন বিষয়টি দ্রুত করা যায়। কিন্তু বিষয়টা এরকম না।’
তিনি বলেন, ‘আমি নিশ্চিত করতে চাই স্বরাষ্ট্র ও আইন দুই মন্ত্রণালয়ের কর্মকর্তারা অত্যন্ত সচেতনতার সঙ্গে দ্রুত কাজ করছে। আমরা আরও কর্মকর্তা নিয়োগ দিয়ে কাজ তরান্বিত করার চেষ্টা করছি।’
সারাবাংলা/জেআর/এমপি
আইন ফ্যাসিস্ট সরকার বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল মামলা