টাঙ্গাইলের ঘাটাইলে খাল পুনঃখনন কাজের উদ্বোধন
১৩ এপ্রিল ২০২৫ ১৬:০৮
টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের মাকেশ্বর এলাকায় অবস্থিত চ্যাংটা খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৩ মার্চ) সকালে খনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হক।
স্থানীয়রা জানান, বহু বছর ধরে চ্যাংটা খালটি পরিত্যক্ত অবস্থায় ছিল। পানিপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় চাষাবাদে চরম ভোগান্তিতে ছিলেন কৃষকরা। তারা খাল পুনঃখননের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
কৃষকরা বলেন, ‘খাল খনন কাজ সম্পন্ন হলে এলাকাজুড়ে পানি সঞ্চালনের সুযোগ সৃষ্টি হবে, বাড়বে কৃষি উৎপাদন। কমবে ভোগান্তি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু সাঈদ জানান, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। সময়ের সঙ্গে অনেক খাল-নদী দখল ও ভরাট হয়ে গেছে। ঘাটাইল উপজেলায় আমরা ইতোমধ্যে ১০টি খাল পুনঃখননের পরিকল্পনা নিয়েছি। খালগুলো উদ্ধার ও খননের মাধ্যমে কৃষি, পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব হবে।
উল্লেখ্য, চ্যাংটা খালটি দীর্ঘদিন ধরে বর্জ্য ও মাটির স্তুপে বন্ধ হয়ে পড়ে থাকায় স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছিল। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে চাষাবাদের জন্য পানি সংকট দেখা দিত।
সারাবাংলা/এসআর