কর্পোরেট করে অনলাইন রিটার্ন পদ্ধতি চায় ডিসিসিআই
১৩ এপ্রিল ২০২৫ ১৬:১৭
ঢাকা: আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা করা ও সর্বোচ্চ করহার ২৫ শতাংশ রাখার প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই)। একইসঙ্গে কর্পোরেট করের ক্ষেত্রে অনলাইন রিটার্ন পদ্ধতি চালুর দাবিও জানিয়েছে সংগঠনটি। এছাড়া ঋণের সুদহার কমানো, ঋণ শেণিকরণ হবার সময়সীমা আরও ছয় মাস পেছানো এবং সকল শিল্পের জন্য ৬ মাসের মোরাটোরিয়াম সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছে সংগঠনটি।
রোববার (১৩ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘প্রাক বাজেট আলোচনা ২০২৫-২৬: বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক এক অনুষ্ঠানে সংগঠনটির পক্ষে এসব প্রস্তাব তুলে ধরা হয়।
ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), দৈনিক সমকাল ও চ্যানেল ২৪-এর যৌথ উদ্যোগে এই আলোচনা অনুষ্ঠিত হয়। ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের এর সাবেক সভাপতি ও বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু, এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি আবুল কাসেম খান, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী প্রমুখ।
ডিসিসিআইয়ের প্রস্তাবনার মধ্যে রয়েছে, করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা করা ও সর্বোচ্চ করহার ২৫ শতাংশ করা। অটোমেটেড কর্পোরেট কর রিটার্ন পদ্ধতি চালু করা। সকল ধরণের ব্যবসায়িক খরচের সম্পূর্ণ অংশ অনুমোদনযোগ্য বিয়োজন হিসেবে বিবেচনার জন্য আয়কর আইন ২০২৩ এর ৫৫ ধারা সংশোধন। অনানুষ্ঠানিক খাতের ব্যবসায়ীদের জন্য মূসক ১ শতাংশ ও অন্যান্যদের ক্ষেত্রে একক সিঙ্গেল ডিজিট হার নির্ধারণ করা। মূসক আইনের ধারা ৪৬ (২) (ক) কে প্রত্যাহার করে যে কোনো উপকরণ ব্যয়ের জন্য রেয়াত প্রদান করা। ভ্যাট সংগ্রহে অনলাইন ম্যানেজম্যান্টের পাশাপাশি মোবাইল অ্যাপ তৈরি করা।
প্রস্তাবনায় আরও বলা হয়, ঋণের সুদহার কমানো, ঋণ শ্রেণীকরণ হবার সময়সীমা আরও ছয় মাস পেছানো এবং সকল শিল্পের জন্য ৬ মাসের মোরাটোরিয়াম সুবিধা দেওয়া। মন্দ ঋণ কমানোর জন্য আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং আরবিট্রেশন আইন বাস্তবায়ন। রফতানি বাজার বহুমুখীকরণ, ফ্যক্টরিং, আন্ত:ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময়, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং উচ্চ দক্ষতাসম্পন্ন পেশাভিত্তিক অভিবাসন রেমিট্যান্স প্রবাহকে আরও বেগবান করার মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করা।
অবকাঠামো খাতের উন্নয়নে বিনিয়োগ উৎসাহিত করতে উচ্চমূল্যের নির্মাণ উপকরণ ও মেশিনারির উপর শুল্ক ও ভ্যাট ছাড় চায় ডিসিসিআই। ইনফ্রাস্ট্রাকচার বন্ড, সুকুক ও অন্যান্য ইনোভেটিভ ফাইন্যান্সিং মডেল চালু করে দীর্ঘমেয়াদী সুযোগ বৃদ্ধির প্রস্তাবও দেওয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আগামীতে কর হারে বৈষম্য থাকবে না। বৈষম্যহীন কর ব্যবস্থার দিকে এগোচ্ছে এনবিআর, এ লক্ষ্যে আমাদের কাজ চলমান রয়েছে। এছাড়া আগামী বছর করযোগ্য সবার জন্য রিটার্ন বাধ্যতামূলক করা হবে। আর শিগগিরই অটোমেশনে যাচ্ছে এনবিআর।
যারা কর দেয় তারাই বেশি হয়রানির শিকার হয় বলে অনুষ্ঠানে মন্তব্য করেন এফবিসিসিআইয়ের এর সাবেক সভাপতি ও বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু। এই হয়রানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে রাজস্ব ও মুদ্রানীতিতে সামঞ্জস্য চেয়েছেন তিনি। এমন রাজস্ব ও মুদ্রানীতি চান তিনি, যা সরকারি ও বেসরকারি উভয় খাতের জন্য প্রযোজ্য। তিনি বলেন, ‘আমরা এমন একটা বাজেট চাই, যা ব্যবসা-বাণিজ্য বান্ধব।’
অনুষ্ঠানে সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী বলেন, ‘আমরা দায়বদ্ধতার অর্থনীতি চাই। আগামী বাজেটও তার প্রেক্ষিতে দেখতে চাই।’
সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউ
অনলাইন রিটার্ন পদ্ধতি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি