ইবিতে এক কার্ডেই মিলবে সকল সেবা
ইবি করেসপনডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ১৬:২৩
১৩ এপ্রিল ২০২৫ ১৬:২৩
কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্মার্ট আইডি কার্ড প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরএফআইডি প্রযুক্তিতে তৈরি এই কার্ড ব্যবহার করে শিক্ষার্থীরা হল, লাইব্রেরি, মেডিকেল সেন্টারসহ সব সেবা নিতে পারবেন।
এছাড়াও, ভবিষ্যতে ক্যাশলেস ফি প্রদানের ব্যবস্থার সঙ্গেও এটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
রোববার (১৩ এপ্রিল) আইসিটি সেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী।
সভায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।
সারাবাংলা/এসডব্লিউ