ঢাবির ‘গ’ ইউনিটে নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে হাইকোর্টের অনুমতি
১৩ এপ্রিল ২০২৫ ১৯:৪৮
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে নতুন করে এমসিকিউ পরীক্ষা নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
রোববার (১৩ এপ্রিল) বিকেলে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদির হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ঢাবির পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির।
এর আগে, ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নতুন করে এমসিকিউ পরীক্ষা নিতে হাইকোর্টে আবেদন করে ঢাবি কর্তৃপক্ষ।
গত ৮ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল থাকায় সুষ্ঠু মূল্যায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এক পরীক্ষার্থী। এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পরীক্ষাটি বাতিল করে পুনরায় নেয়ার আবেদন করেন তিনি। সেই আবেদন আমলে না নেওয়ায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন ওই পরীক্ষার্থী।
রিটে প্রশ্নপত্রে ভুলের কারণে পরীক্ষাটি বাতিলের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশসহ পরবর্তী কার্যক্রমে স্থগিতাদেশ চাওয়া হয়। শুনানি শেষে ১৯ মার্চ বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ ফল প্রকাশের ওপর স্থগিতাদেশ দেন।
সারাবাংলা/ আরএম/এসডব্লিউ