Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জানুয়ারি-ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি বেড়েছে সাড়ে ২৬ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৫ ২২:৫৪ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১০:০৬

অফিস অব টেক্সটাইলস অ্যান্ড গার্মেন্টস (ওটেক্সা)

ঢাকা: যুক্তরাষ্ট্র পোশাক রফতানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। ২০২৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ২৬ দশমিক ৬৪ শতাংশ।

রোববার (১৩ এপ্রিল) অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা) এর এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

ওটেক্সার তথ্যমতে, ২০২৪ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিশ্ব থেকে যুক্তরাষ্ট্র যেখানে পোশাক আমদানি করেছিল ১২ হাজার ১২৫ মিলিয়ন ডলার। ২০২৫ সালের একই সময়ে তা বেড়ে দাঁড়ায় ১৩ হাজার ৫৫০ মিলিয়ন ডলার। এই দুই মাসে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি বেড়েছে ১১ দশমিক ২০ শতাংশ।

ওটেক্সা জানায়, যুক্তরাষ্ট্রে বিশ্বে শীর্ষ পোশাক রফতানিকারক দেশ চীনের রফতানি বেড়েছে ৮ দশমিক ৮৫ শতাংশ। ২০২৪ সালে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে যেখানে পোশাক রফতানি ছিল ২ হাজার ৫৪৪ মিলিয়ন ডলার, সেখানে ২০২৫ সালের একই মাসে তা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৭৭০ মিলিয়ন ডলার। ২০২৪ সালের একই সময়ে যুক্তরাষ্ট্রে ভিয়েতনামের রফতানি ছিল ২ হাজার ৩৬২ মিলিয়ন ডলার, সেখানে চলতি বছরের একই সময়ে তা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৬২৫ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রবৃদ্ধি ১১ দশমিক ১৪ শতাংশ।

ওটেক্সা আরও জানায়, ২০২৪ সালের প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি ছিল ১ হাজার ১৮৫ মিলিয়ন ডলার, ২০২৫ সালের একই সময়ে তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৫০০ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রথম দুই মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ২৬ দশমিক ৬৪ শতাংশ।

তথ্যমতে, যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রথম দুই মাসে ইন্দোনেশিয়ার পোশাক রফতানি বেড়েছে ১৮ দশমিক ২৭ শতাংশ, ভারতের ২৫ দশমিক ৭০ শতাংশ, মেক্সিকোর ১ দশমিক ২৮ শতাংশ, কম্বোডিয়ার ১০ দশমিক ১৩ শতাংশ, পাকিস্তানের ২৩ শতাংশ ও কোরিয়ার ১০ দশমিক ৪০ শতাংশ। দেশ হিসাবে প্রথম দুই মাসে হন্ডুরাসের পোশাক রফতানি কমেছে ২০ দশমিক ৮৬ শতাংশ।

বিজ্ঞাপন

এদিকে, ২০১৮ সালের তুলনায় ২০২৪ সালের ব্যবধানে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে ৪ দশমিক ৩৭ শতাংশ। এই সময়ে যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রফতানি কমেছে প্রায় ৪০ শতাংশ। ভিয়েতনামের পোশাক রফতানি বেড়েছে ২২ দশকি ৬০ শতাংশ, বাংলাদেশের ৩৫ দশমিক ৯৫ শতাংশ, ভারতের ২৩ দশমিক ২৭ শতাংশ, কম্বোডিয়ার ৫৭ শতাংশ ৮৬ শতাংশ ও পাকিস্তানের ৫৮ দশমিক ৬২ শতাংশ। এছাড়া, ইন্দোনেশিয়ার ৫ দশমিক শূণ্য ২ শতাংশ, হন্ডুরাসের ৯ দশমিক ৮৩ শতাংশ ও দক্ষিণ কোরিয়ার পোশাক রফতানি কমেছে ২২ দশমিক ১১ শতাংশ।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

ওটেক্সা টপ নিউজ পোশাক রফতানি বাংলাদেশ যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর