চ্যাম্পিয়নস লিগ
বার্সার বিপক্ষে ‘মিরাকলের’ আশায় ডর্টমুন্ড
১৫ এপ্রিল ২০২৫ ১১:৩৯
প্রথম লেগে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে তারা। বার্সেলোনার বিপক্ষে দ্বিতীয় লেগে অবিশ্বাস্য কিছু না করতে পারলে আজ রাতেই চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেবে বরুশিয়া ডর্টমুন্ড। নিজেদের মাঠে বার্সার বিপক্ষে ম্যাচের আগে ডর্টমুন্ড কোচ নিকো কোভাচ বলছেন, মিরাকলের আশাতেই খেলতে নামবেন তারা।
অলিম্পিক স্টেডিয়ামে লেভানডস্কির জোড়া গোলে ডর্টমুন্ডকে উড়িয়ে দিয়েছিল বার্সা। এমন হারের পর ডর্টমুন্ডের সেমিতে খেলার আশা কার্যত শেষ হয়ে গেছে সেই রাতেই। দ্বিতীয় লেগে নিজেদের মাঠে বার্সাকে ৫ গোলের ব্যবধানে হারাতে হবে ডর্টমুন্ডকে। দুর্দান্ত ফর্মে থাকা বার্সা এত বড় ব্যবধানে হারবে, এটা এই মুহূর্তে মোটামুটি অবিশ্বাস্য এক ব্যাপার।
সিগনাল ইদুনা পার্কে ডর্টমুন্ড কোচ কোভাচ অবশ্য এমন অবিশ্বাস্য কিছুরই প্রত্যাশা করছেন, ‘আমরা জানি পরিস্থিতিটা আসলে কী। প্রথম লেগের চেয়ে ভিন্ন এক ম্যাচ আমরা দেখতে চাই। ফুটবলে অলৌকিক অনেক কিছুই ঘটে। বার্সা এই বছরে এখনো কোনো ম্যাচে হারেই। কাজটা কঠিন মনে হলেও আমরা অবিশ্বাস্য কিছু করে দেখানোর ব্যাপারে আশাবাদী।’
নিজেদের মাঠে বার্সাকে হারাতে সমর্থকদের পাশে চান কোভাচ, ‘ম্যাচের প্রথম মিনিট থেকেই আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা সমর্থকদের পাশে চাই। আশা করি দারুণ একটা ম্যাচ হবে।’
আজ রাত ১টায় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বার্সেলোনা ও ডর্টমুন্ড।
সারাবাংলা/এফএম