Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ. লীগ নেতা মুন্নার বাড়িতে অভিযান: রাইফেল ও শটগান উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ১৩:২৭ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৬:০৫

কুমিল্লা: জেলার সদর উপজেলার আড়াইওরা এলাকায় আওয়ামী লীগ নেতা ওমর ফারুক মুন্নার বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে একাধিক অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযান মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোররাত আনুমানিক সাড়ে তিনটায় শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানের সময় মুন্না বাড়িতে উপস্থিত ছিলেন না, ফলে তাকে আটক করা যায় নি। অভিযুক্ত ওমর ফারুক মুন্না স্থানীয়ভাবে রাজনৈতিকভাবে প্রভাবশালী হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে তিনি নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে। তিনি ওই এলাকার মরহুম রূপ মিয়ার ছেলে।

অভিযানে তার বাড়ি থেকে একটি চেকোস্লোভাকিয়া নির্মিত রাইফেল, একটি বিদেশি শটগান এবং একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র গোপনে ব্যবহার করা হতো বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

অস্ত্রগুলোর উৎস ও ব্যবহার নিয়ে তদন্ত চলছে। উদ্ধারকৃত অস্ত্রসমূহ কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে অভিযানে অংশ নেওয়া বাহিনীর একটি সূত্র।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই মুন্না বিভিন্ন অপরাধী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করতেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগও রয়েছে। তবে রাজনৈতিক পরিচয়ের কারণে এতদিন তিনি আইনের আওতার বাইরে ছিলেন।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, “আমরা অভিযান পরিচালনাকারী বাহিনীর কাছ থেকে অস্ত্রগুলো পেয়েছি। ঘটনাটি নিয়ে আমরা মামলা প্রক্রিয়াধীন রেখেছি। অভিযুক্ত ব্যক্তিকে আটকের জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন

স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও এ ঘটনাটি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের জেলা শাখার একাধিক নেতৃবৃন্দ জানান, দলের নাম ব্যবহার করে কেউ যদি অপরাধে জড়িয়ে পড়ে, তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মুন্না পলাতক রয়েছেন এবং তাকে ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান রয়েছে।

সারাবাংলা/আরএস

কুমিল্লা আওয়ামী লীগ নেতা ওমর ফারুক মুন্নার বাড়িতে যৌথ বাহিনীর অভিযান