Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার সঙ্গে মডেল মেঘনার সংশ্লিষ্টতা নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ১৬:০৩ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ২১:৪৩

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার সঙ্গে মডেল মেঘনা আলমের গ্রেফতারের কোনো সংশ্লিষ্টতা নেই।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি রুটিন প্রক্রিয়া। কেউ দায়িত্বে আসবেন আবার কেউ চলে যাবেন। এটাই স্বাভাবিক।

আরও পড়ুন:

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫০ লাখ ডলার দাবি করেছিলেন মডেল মেঘনা

উল্লেখ্য, মিস আর্থ বাংলাদেশ -২০২০ বিজয়ী মডেল মেঘনা আলম। তার ঢাকার বাসা থেকে পুলিশ আটক করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আদালত তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেন। এদিকে তার আটকাদেশ কেন অবৈধ হবেনা তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে মামলার বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) বিচারপতি আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এই প্রক্রিয়ার মধ্যেই সরিয়ে দেওয়া হয় ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিককে।

আরও পড়ুন:

মেঘনা আলমের কারণেই ‘বলির পাঠা’ ডিবির রেজাউল

সারাবাংলা/জেআর/এমপি

গ্রেফতার ডিবি প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর