Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রেফতারি পরোয়ানা: যা বললেন টিউলিপ সিদ্দিক

আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫ ১৭:৪৪ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৯:৫৩

টিউলিপ সিদ্দিক।

যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক ‘সিটি মিনিস্টার’ টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন, তারা খালা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছ থেকে অবৈধভাবে জমি পাওয়ার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা একটি ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’।

সোমবার (১৪ এপ্রিল) দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়, ঢাকার কূটনৈতিক এলাকায় ‘অবৈধভাবে’ জমি পাওয়ার অভিযোগ এবং বাংলাদেশে গ্রেফতারি পরোয়ানা জারির প্রসঙ্গে লন্ডনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশি কর্তৃপক্ষের কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। পুরোটা সময় তারা মিডিয়া ট্রায়াল চালিয়েছে। আমার আইনজীবীরা উদ্যোগী হয়ে বাংলাদেশের কর্তৃপক্ষকে চিঠি লিখলেও কোনো জবাব পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, এটি সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার প্রচারণা, আমাকে হয়রানি করার চেষ্টা করছে। আমি কোনো ভুল করেছি তার কোনো প্রমাণ নেই।

আরও পড়ুন-ফ্ল্যাট দখল: টিউলিপসহ ৩ জনের নামে দুদকের মামলা

গত ১০ মার্চ পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার পরিবারের সদস্য, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে আটটি অভিযোগপত্র দিয়েছে দুদক। পরবর্তীতে তা আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক তিনটি মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন রোববার (১৩ এপ্রিল) এ আদেশ দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

গ্রেফতারি পরোয়ানা টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের লেবার পার্টি সিটি মিনিস্টার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর