Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেলটেকে‌র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আবাসন মেলায় ২৫ লাখ টাকা পর্যন্ত ছাড়

সারাবাংলা ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫ ১৮:০১

শেলটেকে‌র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আবাসন মেলার উদ্বোধন

ঢাকা: শেলটেকে‌র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আবাসন মেলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) থেকে এই মেলা একযোগে শুরু হচ্ছে শেলটেক-এর ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ে। শুক্রবারসহ প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা শেষ হবে আগামী ১৫ মে।

শেলটেক জানিয়েছে, মেলায় এসে ক্রেতারা রাজধানীর বনানী, ধানমন্ডি, গুলশান, বসুন্ধরা, কাকরাইল, মালিবাগ, উত্তরা, আসাদ এভিনিউ ও জলসিঁড়ি আবাসন এবং চট্টগ্রামের পাঁচলাইশসহ অন্যান্য প্রাইম লোকেশনে ৩০০টিরও বেশি অ্যাপার্টমেন্ট এবং কমার্শিয়াল স্পেসের মধ্যে থেকে নিজেদের পছন্দের ইউনিটটি বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। এ ছাড়া অ্যাপার্টমেন্ট কিংবা কমার্শিয়াল স্পেস বুকিং দিলেই থাকছে ২৫ লাখ টাকা পর্যন্ত বিশেষ ছাড়।

বিজ্ঞাপন

এ ছাড়া, আগ্রহী ক্রেতারা অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অভিজ্ঞ আর্কিটেক্টদের কাছ থেকে কমপ্লিমেন্টারি ইন্টেরিওর কনসালটেন্সি সেবা নিতে পারবেন।

মঙ্গলবার মেলার উদ্বোধন করেছেন শেলটেক (প্রা.) লিমিটেডের নির্বাহী পরিচালক মো. শরীফ হোসেন ভূঁইঞা এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ট্র্যাটেজিক প্ল্যানিং, পিআর ও মার্কেটিং অ্যাডভাইজার নওশাদ চৌধুরী, চিফ অপারেটিং অফিসার শাহজাহান, বিজনেস ডেভেলপমেন্ট এবং ক্রেডিট রিয়ালাইজেশন ডিভিশনের প্রধান ইঞ্জিনিয়ার হোসনে আরা পারভিন, সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান একেএম রাফিউল ইসলামসহ, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আগ্রহী ক্রেতারা ঢাকা ও চট্টগ্রামে মেলার দুইটি ভেন্যুতে অংশ নিতে পারবেন।

ঢাকা ভেন্যু: ড. তৌফিক এম. সেরাজ লাউঞ্জ, শেলটেক টাওয়ার, ৬০, শেখ রাসেল স্কয়ার, পশ্চিম পান্থপথ, ঢাকা।

চট্টগ্রাম ভেন্যু: রুবিয়া হাইটস (২য় তলা), বাসা ৭/এ/১, রোড ৩, জাকির হোসেন রোড, দক্ষিণ খুলশী, চট্টগ্রাম।

কমপ্লিমেন্টারি ইন্টেরিওর কনসাল্টেন্সির রেজিস্ট্রেশনের জন্য ভিজিট করতে পারেন এখানে- www.sheltech-bd.com/registration

এ ছাড়াও শেলটেকে‌র প্রতিষ্ঠাবার্ষিকী মেলার বিস্তারিত তথ্যের জন্য কল করতে পারেন ১৬৫৫০ নম্বরে অথবা ভিজিট করতে পারেন- www.sheltech-bd.com

সারাবাংলা/এইচআই

বিজ্ঞাপন

রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪২

আরো

সম্পর্কিত খবর