কুমিল্লায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
১৫ এপ্রিল ২০২৫ ১৮:২২ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ১৯:৫৩
কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটে ফরিদা বেগম (২৪) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যাকান্ডের ঘটনা ধামাচাপা দিতে আত্নহত্যার প্রচার চালায় শ্বশুর বাড়ির লোকজন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের কালাচৌ গ্রামের বড়িয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ফরিদা বেগম কালাচৌ গ্রামের বড়িয়া পাড়ার প্রবাসী সারোয়ার আলমের স্ত্রী। সারোয়ার আলম দুবাই প্রবাসী। তাদের দুই সন্তান রয়েছে।
নিহত ফরিদার মা শহিদা বেগম জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে ফরিদার দেবর মোশারফ হোসেন, ভাশুর মোস্তফা ও শাশুড়ি জমিলা বেগমের সঙ্গে বিরোধ চলছিল। ফরিদাকে প্রায় তারা মারধর করতেন। সকাল ৭টার দিকে মেয়ে ফোন করে জানিয়েছিল- “মা আমাকে নিয়ে যান, ওরা আমাকে মেরে ফেলবে।” এর কিছুসময় পর জানতে পারলাম ফরিদা আর নেই।
স্থানীয়দের ভাষ্য, ফরিদাকে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি ফার্মেসিতে নেওয়া হলে পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর বাড়িতে এনে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রচার চালানো হয়।
নিহত ফরিদার সাত বছরের ছেলে ফয়সাল বলে, ‘সকালে দাদু, জেঠা আর দাদী মাকে মারছিল। পরে হাসপাতালে নিয়ে যায়।’
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) একে ফজলুল হক বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।’
সারাবাংলা/এসআর