সুনামগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু
১৫ এপ্রিল ২০২৫ ২২:৫৫ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ২৩:০১
সুনামগঞ্জ: জেলার ছাত্রক ও শান্তিগঞ্জে বজ্রপাতে দুই জন মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন — আমির উদ্দিন (৩৮) ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে ও শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের দেলোয়ার হোসেন (৪২)।
জানা যায়, সন্ধ্যায় দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের পুটিয়া নদীর পাড়ে গরু আনতে গিয়ে বজ্রপাতের কবলে পড়েন দেলোয়ার হোসেন। ঘটনার পর তাকে নিয়ে দ্রুত স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি কাজ শেষ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
এদিকে বাসার সামনে হাঁস আনতে গিয়ে আমির উদ্দিন বজ্রপাতের কবলে পড়ে নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ জানান, পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) কামাল উদ্দিনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন।
সারাবাংলা/এইচআই