Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু


১৫ এপ্রিল ২০২৫ ২৩:০৯ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ০০:২৩

প্রতীকী ছবি: সংগৃহীত

ফরিদপুর: ফরিদপুরের সদরপুরে পুকুরের গোসল করতে গিয়ে পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর সাদের খাঁর ডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন— তাফসির ফকির ‍(৬) ওই গ্রামের মুকুল ফকিরের ছেলে ও লামিমা আক্তার (১৪) একই গ্রামের জামাল ফকিরের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন। লামিমা লোহারটেক উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ালেখা করত।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে চাচাতো দুই ভাই-বোন বাড়ির পাশে উন্মুক্ত ফসলি মাঠের মধ্যে গড়া পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে পুকুরের গভীর পানিতে তাফসিরকে তলিয়ে যেতে দেখে লামিমা তাকে উদ্ধারের জন্য পানির মধ্যে ঝাপিয়ে পড়েন। লামিমা সাঁতার জানতো না। তারা দুইজনে পানিতে তলিয়ে যায়।

পরে ভাই বোনের বাড়ি ফেরা দেরি দেখে স্বজনরা পুকুরের পানিতে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করে দ্রুত পাশ্ববর্তী চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন জানান, ভাইকে বাঁচাতে গিয়ে বোন পানিতে ঝাঁপ দিলে দুই জনই মারা যায়। তাদের মর্মান্তিক মৃত্যুত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পানিতে ডুবে মৃত্যু ভাই-বোনের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর