Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বজনদের কাছে ফিরলেন মিয়ানমারে আটকে থাকা ২০ বাংলাদেশি

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৫ ২৩:১৯

মিয়ানমারে অনুপ্রবেশের দায়ে আটকে থাকা ২০ বাংলাদেশি নাগরিক। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে অনুপ্রবেশের দায়ে আটকে থাকা ২০ বাংলাদেশি নাগরিককে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউজে তাদের হস্তান্তর করা হয়।

২০ বাংলাদেশি হলেন – জুবায়েদ হোসেন জুয়েল, সরওয়ার কামাল, তারেক মনোওয়ার, নাজিম উদ্দীন, নূর মোহাম্মদ, মো. নজরুল ইসলাম, মো. খোকন, মো. ফাহিম, মো. হাশেম, মো. আব্দুল্লাহ, মনসুর আলম, মো. মোবারক, রফিকুল ইসলাম, আজিজুর রহমান, রবিউল আলম, মোহাম্মদ হেলাল, রফিকুল ইসলাম, মো. ফয়সাল, মো. সাজ্জাদ ও মো. আসাদ।

এর আগে রোববার (১৩ এপ্রিল) ওই ২০ জন মিয়ানমার থেকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র অভিযানে করে দেশের উদ্দেশে রওনা দেন। মঙ্গলবার তারা চট্টগ্রামের বিএনএস ঈশা খান সমুদ্র জেটিতে আসেন। এর পর তাদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নৌবাহিনী। পরে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ও চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন।

ফেরত আসা ওই ২০ বাংলাদেশি নাগরিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিয়মিত পর্যবেক্ষণের আওতায় রাখা হবে।

অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসনের অতিরিক্ত প্রশাসক মো. কামরুজ্জামান বলেন, ‘এ প্রত্যাবাসন আমাদের সম্মিলিত প্রচেষ্টার সফল প্রতিফলন। যারা এখনো বিদেশে বিপদাপন্ন অবস্থায় রয়েছেন, তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে, অবৈধ ও অনুনোমোদিত উপায়ে বিদেশে যাওয়ার চেষ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রায়শই দুঃখজনক পরিণতি ডেকে আনে। দীর্ঘ সময় পর ফিরে আসা এসব নাগরিকদের অভিজ্ঞতা আমাদের জন্য সতর্কবার্তা।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/পিটিএম

২০ বাংলাদেশি মিয়ানমার ফেরত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর