ইসরায়েলের অস্ত্র সমর্পণ প্রস্তাব প্রত্যাখ্যান করল হামাস
১৬ এপ্রিল ২০২৫ ১১:২৫ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৫:১২
গাজায় ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতির বিনিময়ে অস্ত্র পরিত্যাগের প্রস্তাব হামাস প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন এক শীর্ষ ফিলিস্তিনি কর্মকর্তা। আলোচনার সঙ্গে যুক্ত ওই কর্মকর্তা জানান, প্রস্তাবিত চুক্তিতে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের কোনো নিশ্চয়তা বা ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি ছিল না—যা হামাসের মূল দাবি। প্রস্তাবিত চুক্তির আওতায় হামাসের হাতে থাকা জীবিত জিম্মিদের অর্ধেক মুক্তি দেওয়ার কথা বলা হয়েছিল।
এই ঘটনার মধ্যে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। খান ইউনিসে একটি ফিল্ড হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় এক নিরাপত্তা রক্ষী নিহত এবং অন্তত নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) দাবি করেছে, তারা হামাসের একটি সেলের প্রধানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এদিকে, জাতিসংঘের একটি সংস্থা সতর্ক করে জানিয়েছে, ‘গত ১৮ মাসের সংঘাতের মধ্যে গাজার মানবিক পরিস্থিতি বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে।’
প্রায় ছয় সপ্তাহ ধরে গাজায় কোনো ধরনের সরবরাহ প্রবেশ করতে দেয়নি ইসরায়েল, যা এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ সময়ের অবরোধ।
ইসরায়েলের দাবিকে প্রত্যাখ্যান করে জাতিসংঘের বিভিন্ন সংস্থা বলেছে, গাজায় দীর্ঘ সময় ধরে চলা খাদ্য সংকটের প্রেক্ষিতে ইসরায়েলের দাবি অভ্যন্তরীণ বাস্তবতার সঙ্গে মেলে না। সংস্থাগুলো আশঙ্কা প্রকাশ করেছে, এই অবরোধ আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন হতে পারে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, হামাসের ওপর চাপ সৃষ্টি করে জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর লক্ষ্যেই এই সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
একই সময়ে, জাতিসংঘের মানবিক সহায়তা দফতর জানিয়েছে, ‘মাঠ পর্যায়ে কাজ করা সংস্থাগুলো ব্যাপক বেসামরিক হতাহত ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ধ্বংসের খবর দিচ্ছে, যা মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য।’
সারাবাংলা/এনজে