Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগের সেমিতে কে কার মুখোমুখি?

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫ ১০:২৪

চ্যাম্পিয়নস লিগ শিরোপা

প্রথা ভেঙে এবার নতুন ফরম্যাটে আয়োজন করা হয়েছে চ্যাম্পিয়নস লিগ। দীর্ঘ এক লড়াই শেষে টুর্নামেন্টে টিকে আছে মাত্র ৪ দল। কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে বার্সেলোনা, পিএসজি, আর্সেনাল ও ইন্টার মিলান। চলুন দেখে নেওয়া যাক এবারের সেমির লড়াইয়ে কে কার মুখোমুখি।

বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে ৬ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা। সেমিতে তাদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখকে হারিয়ে শেষ ৪ নিশ্চিত করা ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান।

বিজ্ঞাপন

সেমির প্রথম লেগে ১ মে রাত ১টায় অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বার্সা ও ইন্টার। ফিরতি লেগে ৭ মে রাত ১টায় সান সিরোতে লড়বে দুই দল।

রিয়াল মাদ্রিদকে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে বিধ্বস্ত করে ১৬ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেহে আর্সেনাল। সেমিতে তাদের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলাকে হারিয়ে শেষ চারে ওঠা ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজি।

সেমির প্রথম লেগে ৩০ এপ্রিল রাত ১টায় এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্সেনাল ও পিএসজি। ফিরতি লেগে  পার্ক ডি প্রিন্সে ৮ মে রাত ১টায় লড়বে দুই দল।

আগামী ১ জুন জার্মানির আলিয়াঞ্জ অ্যারেনারে হবে এবারের আসরের ফাইনাল।

সারাবাংলা/এফএম

আর্সেনাল ইন্টার মিলান চ্যাম্পিয়নস লিগ পিএসজি বার্সেলোনা সেমিফাইনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর