নতুন ইনজুরিতে চোখের জলে মাঠ ছাড়লেন নেইমার
১৭ এপ্রিল ২০২৫ ১১:০৭
তার ক্যারিয়ারের সবচেয়ে বড় আক্ষেপ যেন ইনজুরি। দীর্ঘদিন খেলার মাঠ থেকে দূরে থাকা নেইমার যখন সান্তোসের হয়ে ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছিলেন, ঠিক তখনই আঘাত হানল নতুন ইনজুরি। সান্তোসের হয়ে খেলতে নেমে বাম পায়ে চোট পেয়ে চোখের জলে মাঠ ছেড়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।
ব্রাজিলিয়ান সিরি আ বেতানোর চতুর্থ রাউন্ডে অ্যাটলেটিকো মেরিনোর বিপক্ষে মাঠে নেমেছিল সান্তোস। এস্তাদিও উরবানোতে ম্যাচের শুরু থেকেই মাঠে ছিলেন নেইমার। ম্যাচের ২৮ মিনিটের মাথায় বল দখলের লড়াইয়ের সময় ডান পায়ের মাংসপেশিতে আঘাত পান নেইমার। বাম পায়ের থাই ধরে বেশ কিছুক্ষণ মাটিতে পড়ে থাকেন নেইমার।
মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ হয়ে খেলা চালিয়ে যাবেন নেইমার, এমনটাই ধারণা করা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি। ৩৪ মিনিটে স্বেচ্ছায় মাঠ ছাড়তে বাধ্য হন নেইমার। কাঁদতে কাঁদতেই মাঠ ছাড়তে দেখা গেছে তাকে।
৩৩ বছর বয়সী নেইমারের ইনজুরিটা কতোটা গুরুতর, সেটা এখনো সান্তোসের পক্ষ থেকে জানানো হয়নি। ইনজুরি কাটিয়ে সান্তোসের হয়ে মাঠে নামলেও পুরোপুরি সুস্থ না হওয়ায় ব্রাজিলের হয়ে খেলা হয়নি নেইমারের। এবারের ইনজুরির কারণে ২০২৬ বিশ্বকাপে নেইমারের খেলা আবার শঙ্কার মুখে পড়ল।
আগামী জুনে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। এর আগে সুস্থ হয়ে জাতীয় দলের হয়ে মাঠে ফিরতে পারবেন কিনা নেইমার, সেটাই এখন বড় প্রশ্ন।
সারাবাংলা/এফএম