Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীর পৃথক বাজারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২২ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ১২:১৫ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৫:০৬

নরসিংদীতে বাজারে অগ্নিকাণ্ড

নরসিংদী: নরসিংদীতে পৃথক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে শিবপুর উপজেলার শিমুলিয়া বাজারে ও মনোহরদী উপজেলার মৌলভীবাজারে এই ঘটনা ঘটে।

ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে ২২টি দোকানের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ১০ টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা মুহূর্তেই পাশের দোকানগুলোতে ছড়িয়ে পরে। স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও স্থানীয়দের ১ ঘণ্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস আরও জানায়, এ সময়ে বাজারের ১০টি দোকান আগুনে ভস্মিভূত হয়ে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

অন্যদিকে মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের মৌলবী বাজারে দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে মনোহরদী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও স্থানীয়দের ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বাজারের ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। উভয় বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক সট সার্কিট থেকে হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

শিবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১০টি দোকান পুড়ে গেছে। প্রথমিকভাবে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

বিজ্ঞাপন

মনোহরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনির হোসেন বলেন, আমাদের দুইটি ইউনিট সেখানে পৌঁছে। ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ১২টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

সারাবাংলা/এইচআই

অগ্নিকাণ্ড নরসিংদী পুড়ে ছাই মৌলভীবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর