Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তারা সংস্কারের দন্ত ‘স’ উচ্চারণ করার আগেই খালেদা জিয়া ভিশন-২০৩০ দিয়েছেন’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ১৩:০২ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৪:১৭

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, বিএনপি সংস্কারেরই দল। কিন্তু কেউ কেউ নানা কথা বলেন। অথচ তারা যখন সংস্কারের দন্ত ‘স’ উচ্চারণ করেননি, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন-২০৩০ দিয়েছেন।’

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘‘আমাদের সামনে আরেকবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা তা কাজে লাগাতে চাই- আমরা এই কমিশনকে সহযোগিতা করছি, এই সরকারকে সহযোগিতা করছি সেই প্রত্যাশা নিয়েই। আমরা বুধবার প্রধান উপদেষ্টাকে বলেছি- বিএনপির চেয়ে বেশি সংস্কার বাংলাদেশে কোনো রাজনৈতিক দল করেনি।

তিনি বলেন, ‘‘জাতীয় ঐকমত্য কমিশনের সনদ না হলেও বিএনপির ৩১ দফার সনদ আছে। এটাই বিএনপির সংস্কারের সনদ। কাজেই আমরা এর পক্ষে। আমরা শুধু একটা জিনিস বলব যে, সব কিছুর মূলে জনগণ। জনগণের সম্মতিতে যেন সব হয়। আর জনগণ কার মাধ্যমে, কীসের মাধ্যমে সম্মতি জানায়, আমরা তা ভালো করে জানি।’

সংলাপের সূচনা বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সনদ তৈরি করা। যেন বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি।’

তিনি বলেন, ‘দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে। এ দেশে কেবল গণতন্ত্রই হোঁচট খেয়েছে তা নয়, ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রও প্রতিষ্ঠিত হয়েছে। যার বিরুদ্ধে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলো সংগ্রাম করেছে, বিএনপি অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। এমন ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র যাতে আর না ফিরতে পারে সেই জায়গাটাকেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমাদের এ প্রচেষ্টা।’

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় সংলাপে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার এবং ড. ইফতেখারুজ্জামান।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, রুহুল কুদ্দুস কাজল ও মনিরুজ্জামান খান।

সারাবাংলা/এজেড/ইআ

জাতীয় ঐকমত্য কমিশন বিএনপি

বিজ্ঞাপন

বাড়ছে শিক্ষকদের উৎসব ভাতা
২১ এপ্রিল ২০২৫ ২০:১৫

আরো

সম্পর্কিত খবর