চারুকলায় ও মানবেন্দ্রের বাড়িতে অগ্নিসংযোগ একইসূত্রে গাঁথা: ইউট্যাব
১৭ এপ্রিল ২০২৫ ১৩:২০ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৩:৩৪
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সাবেক ছাত্র এবং পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার মোটিফ তৈরির সঙ্গে যুক্ত ভাস্কর মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।
বুধবার (১৬ এপ্রিল) সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
তারা বলেন, পহেলা বৈশাখের বর্ষবরণ শোভাযাত্রার ঠিক দুই দিন আগে ফ্যাসিবাদের প্রতিকৃতি ও পায়রার মোটিফে ভোররাতে অগ্নিসংযোগ এবং মানিকগঞ্জে ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা একইসূত্রে গাঁথা।
নেতারা বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার মোটিফ বানানোর সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। এতোদিন যারা নিজেরাই আগুন দিয়ে ভিন্ন মতাবলম্বী মানুষদের অগ্নিসন্ত্রাসী বলে আখ্যায়িত করতো, যারা নিজেদের হিন্দু ধর্মাবলম্বীদের রক্ষক বলে দাবি করতো, সময়ের পরিবর্তনে আজ তারাই হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ করে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইছে।
তারা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দেশে যখন শান্তি-শৃঙ্খলা ফিরে আসছে তখনও ফ্যাসিবাদের দোসসরা নানামুখী চক্রান্ত করে যাচ্ছে। চারুকলায় ফ্যাসিবাদের প্রতিকৃতি এবং ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ সেই চক্রান্ত এবং ষড়যন্ত্রেরই অংশ।
জ্বালাও পোড়াও আর ধ্বংসের রাজনীতি তাদের মজ্জাগত চরিত্র, তাদের কাছ থেকে এর চাইতে ভালো কিছু আশা করাটা আশায় গুড়ে বালি। অবিলম্বে ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
পাশাপাশি চারুকলার শোভাযাত্রা সংশ্লিষ্ট সকল শিল্পী ও কর্মীদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ইউট্যাব।
সারাবাংলা/জিএস/ইআ