Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় জুঁই হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ১৩:৪৯

জুঁই হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধনে শিক্ষার্থী ও এলাকাবাসী।

পাবনা: পাবনার চাটমহরে আলোচিত শিশু শিক্ষার্থী জুঁই হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে চাটমোহর উপজেলার কাটাখালী বাজারে প্যাসিফিক একাডেমীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসীও অংশ নেন।

বক্তারা জানান, ঘটনার দুই দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো ঘটনার ক্লু উদঘাটন বা জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। হত্যাকারীকে গ্রেফতার করা না পর্যন্ত কেউই স্বস্তি পাচ্ছেন না। সবার মাঝে আতঙ্ক বিরাজ করছে। ফুলের মতো শিশু জুঁইয়ের হত্যাকারীরা যেন কোনোভাবেই পার না পায়। হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান তারা।

এ সময় বক্তব্য দেন চড়ইকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস রঞ্জন তলাপাত্র, কাটাখালি আইনুল উলুম দাখিল মাদরাসার সুপার মাওলানা নাসির উদ্দীন, কাটাখালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, স্থানীয় সমাজসেবক মিরাজুল ইসলাম জুয়েল, কুদরত আলী, প্যাসিফিক একাডেমির পরিচালক হুমায়ুন কবির ও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি আহসান হাবিব আরিফ প্রমুখ।

সারাবাংলা/ইআ

জুঁই হত্যা বিক্ষোভ ও মানববন্ধন