বাজারে টেকনো ক্যামন ৪০ ও ৪০ প্রো
১৭ এপ্রিল ২০২৫ ১৯:৪৭
ঢাকা: প্রি-অর্ডার পর্বে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার পর টেকনো বহুল প্রতীক্ষিত ক্যামন ৪০ সিরিজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। এই সিরিজের দুটি মডেল— ক্যামন ৪০ ও ক্যামন ৪০ প্রো। দুটি মডেলই আছে দুর্দান্ত ফিচার রয়েছে বলে প্রতিষ্ঠানটির দাবি। প্রযুক্তিপ্রেমীদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকেও এই ফোন নতুন মাত্রা এনে দেবে বলে প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্ল্যাসিক লুকের ক্যামন ৪০ এবং ক্যামন ৪০ প্রো-এর ইউনিক ফিচারগুলোর মধ্যে একটি হলো ফ্ল্যাশস্ন্যাপ প্রযুক্তি, যার সাহায্যে ব্যবহারকারী ১৫ ফ্রেম প্রতি সেকন্ডে ক্যাপচার করতে পারবে। যেখানে সেগমেন্টের অন্য ফোনে ফাস্ট মুভিং সাবজেক্ট ক্যাপচারের সময় সাবজেক্ট ব্লার হয়ে যায়, সেখানে ক্যামন ৪০ সিরিজের ফ্ল্যাশস্ন্যাপ ফিচার দিয়ে যেকোনো ফাস্ট মুভিং সাবজেক্টের ক্রিস্টাল ক্লিয়ার ছবি তোলা যাবে। এতে আরও আছে একটি ডেডিকেটেড ফ্ল্যাশস্ন্যাপ বাটন, যা ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স কে দুর্দান্ত লেভেলে নিয়ে যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্যামন ৪০ সিরিজের ক্লাসিক সাইড এক্সিস ডিজাইন একদিকে যেমন প্রিমিয়াম লুক দেয়, তেমনি দুর্দান্ত ফিচারের সাথে এসেছে। এর মূল আকর্ষণ সনির ফ্ল্যাগশিপ ৫০ মেগাপিক্সেল লিটিয়া ৭০০সি সেন্সর, যার সঙ্গে আছে ৮ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং এআই স্ন্যাপ সেন্সর — যা ব্যবহারকারীকে দেয় নিখুঁত ক্যামেরা এক্সপেরিয়েন্স। পাশাপাশি ডেডিকেটেড ওয়ান-ট্যাপ ফ্ল্যাশস্ন্যাপ বাটন ব্যবহারের মাধ্যমে মুহূর্তগুলো ধরে রাখা যায় সহজেই। দৈনন্দিন ব্যবহারের বিষয়টি খেয়াল রেখে ক্যামন ৪০ সিরিজে আছে আল্ট্রা ড্রপ-রেজিস্ট্যান্ট বডি, যা এসজিএসের ফাইভ-স্টার ড্রপ-রেজিস্ট্যান্স সার্টিফিকেশন পাওয়া। এর সঙ্গে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই, যা ফোনটিকে করেছে আরও বেশি টেকসই ও দীর্ঘস্থায়ী।
প্রতিষ্ঠানটি জানায়, ক্যামন ৪০ সিরিজে আছে ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্টজ আল্ট্রা-ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে। এর মধ্যে ক্যামন ৪০-এ আছে ফ্ল্যাট ডিসপ্লে এবং ক্যামন ৪০ প্রো’তে আছে আকর্ষণীয় কার্ভড ডিসপ্লে— যা ব্যবহারকারীকে প্রাণবন্ত ও নিখুঁত কন্টেন্ট এক্সপ্রিয়েন্স দিবে। আর ক্যামন ৪০ প্রো ডিএক্সও মার্ক-এ টপ পজিশন ধরে রেখেছে। এটি ৬০০ ডলারের নিচে গ্লোবাল ফটোগ্রাফি র্যাংকিং ক্যাটাগরিতে টপ ১ নম্বর পজিশনে রয়েছে। টেকনো অনুমোদিত দেশের সকল আউটলেটে পাওয়া যাচ্ছে ক্যামন ৪০ সিরিজের এই দুটি স্মার্টফোন। ক্যামন ৪০-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ৯৯৯ টাকা এবং ক্যামন ৪০ প্রো’র মূল্য ২৭ হাজার ৯৯৯ টাকা।
সারাবাংলা/ইএইচটি/এসআর