নির্বাচন কমিশন সংস্কারের আগে নিবন্ধন করবে না এনসিপি: রিজওয়ানা
১৭ এপ্রিল ২০২৫ ২০:১৭ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ২২:২১
ঢাকা: নির্বাচন কমিশন সংস্কার না হওয়া পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন করবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তিনি জানান, এটা তাদের রাজনৈতিক অবস্থান। সরকার নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত নিবে সে অনুযায়ী রাজনৈতিক দলগুলো তাদের প্রস্তুতি নেবে। এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি গঠন করা হয়েছে। বিচার বিভাগ সংস্কার কমিশনে কিছু কিছু সংশোধন অনুমোদন করা হয়েছে। একটা মামলার রায় হয়ে যাওয়ার পরেও জারি মোকদ্দমার আলাদা কোনো মামলার প্রয়োজন নেই। কয়বার সময় নেওয়া যাবে সেটাও নির্ধারণ করা হয়েছে।
সারাবাংলা/এফএন/এইচআই