Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ২০:২২

পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া ব্রিফিং। ছবি: সংগৃহীত

ঢাকা: একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সেইসঙ্গে বাংলাদেশের পাওনা টাকা ফেরত দেওয়া ও আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে দেশটির সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে বাংলাদেশে সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান তিনি।

বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন জানান, বাংলাদেশের টাকা ফেরত দিতে আলোচনা এগিয়ে নিতে রাজি হয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের কাছ থেকে ৪ দশমিক ৫২ বিলিয়ন ডলারের দাবি করেছে বাংলাদেশ।

জসীম উদ্দিন বলেন, ‘শিগগিরই বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে একমত হয়েছে বৈঠকে। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সামনের দিনগুলোতে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আলোচনা করেছেন।’

তিনি বলেন, ‘বৈঠকে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবহণ যোগাযোগ উন্নয়ন নিয়েও আলোচনা হয়। আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নিতে আলোচনা হয়েছে। দুই দেশের সম্পর্ক মজুবত করতে দ্রুত অনিষ্পত্তি ইস্যু সমাধানের তাগিদ দিয়েছে ঢাকা।’ আগামী ২৭ ও ২৮ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করবেন বলেও জানান মো. জসীম উদ্দিন।

অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ জানিয়েছেন, অমীমাংসিত ইস্যু নিয়ে অভ্যন্তরীণ আলোচনা অব্যহত রাখা হবে। জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই প্রতিবেশী দেশের সঙ্গে স্থবির সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকলে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও জোরদার করা সম্ভব।

বিজ্ঞাপন

১৯৭১ সালের গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, বাংলাদেশের পাওনা ৪৫০ কোটি ডলার পরিশোধ এবং আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনসহ ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো সমাধানে বাংলাদেশের সঙ্গে যুক্ত থেকে কাজ করবে পাকিস্তান।

সারাবাংলা/জিএস/পিটিএম

আহ্বান গণহত্যা টপ নিউজ পাকিস্তান বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর