কোপা ডেল রের ফাইনাল শেষেই বিদায় বলছেন আনচেলত্তি?
১৮ এপ্রিল ২০২৫ ১০:০২
চ্যাম্পিয়নস লিগ থেকে রিয়াল মাদ্রিদের ছিটকে যাওয়ার পরেই গুঞ্জনটা জোরালো হয়েছে। কার্লো আনচেলত্তি রিয়ালের দায়িত্ব ছাড়ছেন কবে, এটাই এখন ‘মিলিয়ন ডলারের’ প্রশ্ন। এসব গুঞ্জনের মধ্যেই বোমা ফাটালো স্কাই স্পোর্টস। তারা বলছে, ২৬ এপ্রিল বার্সেলোনার বিপক্ষে কোপা ডেল রের ফাইনালের পরেই রিয়ালকে বিদায় বলবেন আনচেলত্তি!
রিয়াল ছেড়ে ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি, গুঞ্জনটা শোনা যাচ্ছে গত বছর থেকেই। তবে ক্লাবের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি থাকায় সেটাকে খানিকটা অবাস্তবই মনে হচ্ছিল। অন্তত এই বছরের ক্লাব বিশ্বকাপ পর্যন্ত রিয়ালেই থেকে যাচ্ছেন আনচেলত্তি, এটা মোটামুটি নিশ্চিতই ছিল।
তবে সবকিছু পালটে গেছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে রিয়ালের বিদায়ের পর। আর্সেনালের কাছে বাজেভাবে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে আনচেলত্তির ক্লাব ছাড়ার খবর। বার্নাব্যুতে হারের পর আনচেলত্তি নিজেই আভাস দিয়েছিলেন, রিয়ালে তার ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত।
স্কাই স্পোর্টস জানিয়েছে, ২৬ এপ্রিল কোপা ডেল রের ফাইনালই হতে যাচ্ছে আনচেলত্তির শেষ ম্যাচ। বার্সেলোনার বিপক্ষে ওই ফাইনালের ফলাফল যাই হোক না কেন, সেদিনই কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি।
তবে আনচেলত্তির বিদায়ে মৌসুমের বাকি সময়ের জন্য রিয়ালের দায়িত্বে কে থাকবেন, সেই ব্যাপারে কিছু জানায়নি স্কাই স্পোর্টস। ধারণা করা হচ্ছে, কোচিং স্টাফের কাউকে দেওয়া হতে পারে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব।
সত্যি যদি রিয়ালের দায়িত্ব ছাড়েন আনচেলত্তি, তাহলে ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার পথে আরেক ধাপ এগিয়ে যাবেন তিনি। দরিভাল জুনিয়রের বিদায়ের পর এখনো খালি আছে ব্রাজিলের কোচের পদ।
সারাবাংলা/এফএম