বিক্রি হয়নি সম্প্রচার সত্ত্ব, যেভাবে দেখা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ
১৮ এপ্রিল ২০২৫ ১১:৪২ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১৬:৫৮
সিরিজ শুরুর বাকি আর মাত্র দুদিন। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ দেশের কোচ চ্যানেলে দেখা যাবে, সেটা নিয়েই ছিল ধোঁয়াশা। অবশেষে জানা গেল, দেশের কোনো বেসরকারি চ্যানেল এই টেস্ট সিরিজ সম্প্রচারে ইচ্ছুক নয়! অগত্যা এই সিরিজের দুটি টেস্ট সম্প্রচার করবে দেশের একমাত্র সরকারি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন।
সিরিজের সূচি ঘোষণার পর থেকেই শোনা যাচ্ছিল, বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ দুটি দেখাতে আগ্রহী নয় দেশের বেসরকারি চ্যানেলগুলো। এই সিরিজকে সামনে রেখে গত ১৯ মার্চ সম্প্রচার সত্ত্ব বিক্রির ঘোষণা দেয় বিসিবি। এরপর ৭ এপ্রিলের ডেডলাইন পেরিয়ে গেলেও এই ঘোষণায় কেউ আগ্রহ দেখায়নি।
বিসিবি অবশ্য শেষ পর্যন্ত সম্প্রচার সত্ত্ব বিক্রির চেষ্টা চালিয়ে গিয়েছে। তবে সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। দেশে অনুষ্ঠিত অন্যান্য সিরিজ যেসব চ্যানেল সম্প্রচার করে থাকে, তাদের কেউই এই সিরিজ দেখাতে রাজি হয়নি।
অবশেষে সিরিজ শুরুর দুদিন আগে জানা গেল, বাংলাদেশ টেলিভিশনেই দেখা যাবে সিরিজের দুই ম্যাচ। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ টেলিভিশন জানিয়েছে, সিলেট ও চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দুটি টেস্ট সরাসরি সম্প্রচার করবেন তারা।
আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট। ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
সারাবাংলা/এফএম