পঞ্জাবে গ্রেনেড হামলার ‘মাস্টারমাইন্ড’ যুক্তরাষ্ট্রে গ্রেফতার
১৮ এপ্রিল ২০২৫ ১৯:৫৬ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ২২:৪৬
ভারতের পাঞ্জাবে ১৪টিরও বেশি গ্রেনেড হামলার ‘মাস্টারমাইন্ড’ সন্ত্রাসী হারপ্রীত সিং ওরফে হ্যাপি প্যাসিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) জানিয়েছে, হরপ্রীত সিংকে এফবিআই এবং অ্যানফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশনস (ইআরও) স্যাকরেমেন্টো থেকে গ্রেফতার করেছে। পঞ্জাবে একাধিক জঙ্গি হামলার সঙ্গে যুক্ত তিনি।
এফবিআই’র দাবি, দুই আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হ্যাপি। ভারত থেকে পালিয়ে বেআইনিভাবে আমেরিকায় আশ্রয় নিয়েছিলেন তিনি। গ্রেফতারি এড়াতে যোগাযোগের জন্য বার্নার ফোন ব্যবহার করতেন তিনি।
ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) চণ্ডীগড়ায় ২০২৪ সালের সেপ্টেম্বরের গ্রেনেড হামলার অভিযোগে হ্যাপি প্যাসিয়ার নাম প্রকাশ করেছে।
অবসরপ্রাপ্ত পাঞ্জাব পুলিশ কর্মকর্তার আবাসকে লক্ষ্য করে এই হামলাটি চালানো হয়েছিল। হামলাটি নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী বাব্বার খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই)-এর ষড়যন্ত্রের অংশ ছিল।
এনআইএর মতে, হারপ্রীত সিং ওরফে হ্যাপি প্যাসিয়া ও পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী হারভিন্দর সিং সন্ধু ওরফে রিন্ডা হামলার পিছনে প্রধান ষড়যন্ত্রকারী ছিলেন। যেটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তদারকি করা হয়েছিল।
সারাবাংলা/এইচআই
গ্রেনেড হামলার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ভারত যুক্তরাষ্ট্রে গ্রেফতার