Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর’

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৫ ২০:৫৩ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ২২:৪৫

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক

চট্টগ্রাম ব্যুরো: সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে নগরীর দামপাড়া পুলিশ লাইনের মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

‘একটি নিরাপদ আশ্রয় ও সুন্দর ভবিষ্যৎ সকল শিশুর অধিকার’-প্রতিপাদ্যকে সামনে রেখে পথশিশুদের সমাজ ও রাষ্ট্রের মূলধারায় ফেরাতে করণীয় বিষয়ে এ আলোচনার সভার আয়োজন করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

প্রধান অতিথির বক্তব্যে ফারুক ই আজম বলেন, ‘সমাজের একটি শ্রেণিকে বঞ্চিত রেখে সুন্দর সমাজ গঠন সম্ভব নয়। আজ এ আয়োজনের কারণে তারা আমাদের সঙ্গে মিশতে পেরেছে, মনের অনুভূতি প্রকাশ করতে পেরেছে। আমরা চাই তাদেরকে হৃদয়ের উত্তাপে আপন করে নিতে। কারণ আমরা সবাই এদেশের মানুষ, মৌলিক অধিকার পাওয়ার অধিকার আমাদের সকলের। সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিতে সরকারও বদ্ধপরিকর।’

তিনি আরও বলেন, ‘শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে তাদের সমাজের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। সমাজ যাদের হাতে নিরাপদ হবে, যাদের হাতে স্বাবলীল থাকবে, যাদের দ্বারা সমাজ প্রস্ফুটিত হবে তাদেরকে আমরা পিছনে ফেলে এসেছি। তাদের জন্য না রেখেছি খেলাধুলার সুযোগ ও স্নেহ-ভালবাসা, না রেখেছি জীবিকা সহায়ক আয়োজন।’

পুলিশকে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার আহ্বান জানিয়ে উপদেষ্টা ফারুক ই আজম বলেন, ‘সমাজের এ পরিত্যাজ্যতা পথশিশুদের মনে সংক্ষুব্ধতা তৈরি করেছে বলে আমি মনে করি। যখন তারা প্রতিবাদী হয়েছে বা অপরাধের সঙ্গে জড়িত হয়েছে, পুলিশ আইন-শৃঙ্খলার প্রেক্ষাপট দেখিয়ে তাদের সংযত করার চেষ্টা করেছে। তাই আমি মনে করেছি, প্রথমে পুলিশকেই তাদের হৃদয়ের কাছাকাছি পৌঁছাতে হবে। তবেই তাদের প্রথমিক ভীতিটা কেটে যাবে, তারা যে সমাজের মূলস্রোতে সম্পৃক্ত সেটা অনুধাবন করতে সক্ষম হবে। তবেই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।’

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, যে দেশ শিশুদের সুরক্ষিত রাখতে পারে না, সে দেশকে আমরা সফল বলতে পারি না। আমার দৃষ্টিতে বাংলাদেশ হতে হবে শিশুদের জন্য।’

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ

তিনি বলেন, ‘দরিদ্র শিশুদের বিনামূল্যে সরকারি স্কুলে শিক্ষা, বসবাসের জায়গা করে দেয়া, সুস্বাস্থ্যের জন্য চিকিৎসার ব্যবস্থা করা এবং তাদের জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে সরকারের পাশাপাশি এলাকার কমিউনিটির মাধ্যমে সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তাহলে সারা পৃথিবী জানবে বাচ্চারা নিরাপদ, বাচ্চারা সুস্থ এবং বাচ্চারা গড়ে উঠেছে একটি দায়িত্বশীল পরিমণ্ডলে।’

সিএমপি কমিশনার হাসিব আজিজের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেম চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশ, সিডিএ চেয়ারম্যান নুরুল করিম, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক ও ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শামছুল আলম।

সারাবাংলা/আইসি/এসআর

চট্টগ্রাম সরকার বদ্ধপরিকর সুবিধাবঞ্চিত শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর