Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন ম্যাচ পর জয়, প্রিমিয়ার লিগের স্বপ্ন বাঁচিয়ে রাখল হামজার দল

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫ ০৯:৪১

হামজা চৌধুরী

দুই সপ্তাহ আগেই চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে ছিলেন তারা। তবে টানা তিন হারে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার স্বপ্নে বড় ধাক্কা লেগেছিল হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেডের। অবশেষে জয়ের ধারায় ফিরলেন হামজারা। কার্ডিফ সিটিকে ২-০ গোলে হারিয়ে সরাসরি প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল শেফিল্ড।

নিজেদের মাঠে কার্ডিফের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছেন হামজারা। বেশ কয়েকটি সুযোগ পেলেও কাঙ্ক্ষিত গোলের দেখাটাই পাচ্ছিলেন না তারা।

বিজ্ঞাপন

অবশেষে ৩৩ মিনিটে ভাঙে ডেডলক। গুস্তাভো হ্যামারের দারুণ এক শটে লিড পায় শেফিল্ড। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় হামজার দল।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রেখেছেন হামজারা। ৬৯ মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন হামজা। ৮৭ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন ব্রেরেটন দিয়াজ। ২-০ গোলের জয় নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে শেফিল্ড। এই ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন হামজা।

এই জয়ে ৪৩ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রইল শেফিল্ড। ৪৩ ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে লিডস ইউনাইটেড। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্নলি।

পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল সরাসরি পৌঁছে যাবে ইংলিশ প্রিমিয়ার লিগের পরের মৌসুমে। বাকি ৪ দল খেলবে প্লে-অফ। এই প্লে-অফ থেকে একটি দল যাবে প্রিমিয়ার লিগে। এই মৌসুমে শেফিল্ডের আর মাত্র তিনটি ম্যাচ বাকি।

সারাবাংলা/এফএম

ইংলিশ প্রিমিয়ার লিগ শেফিল্ড ইউনাইটেড হামজা চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর