নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা আজ
১৯ এপ্রিল ২০২৫ ০৯:৫০ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৬:০৩
ঢাকা: দ্বিতীয় ধাপে গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন শনিবার (১৯ এপ্রিল) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেবে।
শনিবার (১৯ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভিন হক।
শিরীন পারভিন হক সারাবাংলাকে জানান, ‘বিকেল সাড়ে ৪টায় প্রধান উপদেষ্টার দফতরে অন্তর্বর্তী সরকার ড. মুহাম্মদ ইউনূসের কাছে আমরা আমাদের প্রতিবেদন হস্তান্তর করবো।’
সুপারিশে কি কি বিষয়কে গুরুত্ব দেয়া হয়েছে জানতে চাইলে শিরীন পারভিন হক বলেন, ‘নারীর প্রতি সকল ধরনের বৈষম্যমূলক আইন বাতিলের বিষয়ে আমাদের সুপারিশ থাকবে। প্রস্তাবনা জমা দেওয়ার পর বিকেল সাড়ে ৫টায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা বিস্তারিত জানাবো। সংবাদ সম্মেলনে আসার জন্য আমরা সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করছি।’
তিনি বলেন, এর আগে কমিশনের কার্যক্রমের মেয়াদ বৃদ্ধি করায় আমরা প্রস্তাবনা জমা দেয়ার সময় বাড়িয়ে নিয়েছিলাম। আমরা ৩১ মার্চের মধ্যে প্রতিবেদন জমা দেব বলেছিলাম। সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছিল ৩০ মার্চ। সে অনুযায়ী সব কাজ করা হয়েছে। কিন্তু এরইমধ্যে কমিশনের মেয়াদ এক মাস বৃদ্ধি করা হয়েছে। তাই আমরা ৩০ মার্চ প্রতিবেদনটি আর জমা দেইনি।’
তিনি জানান, প্রতিবেদনটি জমা দিতে আমরা ১৯ এপ্রিল পর্যন্ত প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়ে নিয়েছিলাম। সেই সময় অনুযায়ী আজ শনিবার (১৯ এপ্রিল) আমরা আমাদের প্রস্তাবনা জমা দিতে যাচ্ছি।
অন্তর্বর্তী সরকার গঠিত মোট ১১টি সংস্কার কমিশনের একটি হচ্ছে নারীবিষয়ক সংস্কার কমিশন। সর্বস্তরে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়ন বিষয়ে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে গত ১৮ নভেম্বর এই কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি হয়। প্রজ্ঞাপনে মোট ১০ সদস্যের নাম উল্লেখ ছিল।
তারা হলেন- শিরীন পারভিন হক, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহীন সুলতান, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (অবৈতনিক) নির্বাহী পরিচালক সারা হোসেন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফৌজিয়া করিম ফিরোজ, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার, নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আক্তার, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, এশিয়ান উন্নয়ন ব্যাংকের সিনিয়র সামাজিক উন্নয়ন উপদেষ্টা ফেরদৌসী সুলতানা ও একজন শিক্ষার্থী প্রতিনিধি।
কমিশনের কার্যপ্রক্রিয়াতে বলা হয়েছিল, কমিশন অবিলম্বে কার্যক্রম শুরু করবে এবং সংশ্লিষ্ট সব মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রস্তুত করা প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। তবে অন্যান্য সংস্কার কমিশনের সঙ্গে এই কমিশনের মেয়াদও একাধিকবার বৃদ্ধি করা হয়েছে।
সেগুলোর মধ্যে ‘স্থানীয় সরকার সংস্কার’ কমিশনের প্রাথমিক সুপারিশের প্রতিবেদন জমা পড়ে গত ২২ ফেব্রুয়ারি। এরপর ২২ মার্চ জমা দেওয়া হয় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন। শনিবার (১৯ এপ্রিল) নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা পড়লে বাকী থাকবে স্বাস্থ্য ও শ্রম।
সারাবাংলা/এফএন/এনজে