Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিয়াল ও ব্রাজিলের কোচ হওয়ার ইচ্ছা নেই ক্লপের

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫ ১০:৩৩

ইউর্গেন ক্লপ

লিভারপুলের দায়িত্ব ছাড়ার পর কোচিং থেকে দূরে আছেন তিনি। ইউর্গেন ক্লপ আবার কবে কোচিংয়ে ফিরবেন, সে নিয়েই চলছে নানা জল্পনা কল্পনা। এসবের মধ্যেই গুঞ্জন উঠেছে, রিয়াল মাদ্রিদ অথবা ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন ক্লপ। তবে ক্লপের এজেন্ট মার্ক কোসিকে সাফ জানিয়ে দিলেন, দুই দলের একটিতেও যোগ দেওয়ার সম্ভাবনা নেই ক্লপের।

বিশ্বকাপ বাছাইপর্বে বাজে সময় পার করতে থাকা ব্রাজিল গত মাসে তাদের কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এখনো নতুন কোচ নিয়োগ দেয়নি ব্রাজিল।

বিজ্ঞাপন

এদিকে গুঞ্জন উঠেছে, ২৬ এপ্রিল কোপা ডেল রের ফাইনালের পর রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে সরে দাঁড়াবেন কার্লো আনচেলত্তি। চ্যাম্পিয়নস লিগ থেকে রিয়ালের বিদায়ের পর থেকে শোনা যাচ্ছে এমন খবর।

দুইয়ে দুইয়ে চার মিলিয়ে অনেকেই ধারণা করছেন, রিয়াল ছাড়ার পর ব্রাজিলের দায়িত্ব নিতে পারেন আনচেলত্তি। ফাঁকা হয়ে যাওয়া রিয়ালের কোচের চেয়ারে তখন বসতে পারেন প্রায় এক বছর কোচিং থেকে দূরে থাকা ক্লপ। এছাড়াও ব্রাজিলও তার সঙ্গে যোগাযোগ করছে বলেও শোনা যাচ্ছে।

ক্লপের এজেন্ট কোসিকে অবশ্য সব গুঞ্জনই উড়িয়ে দিয়েছেন, ‘আমি বুঝতে পারছি ইউরোপের শীর্ষ ক্লাব ও কিছু ফেডারেশন ক্লপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। তবে আগামী মৌসুমে হেড কোচের দায়িত্ব নেওয়ার কোনো ইচ্ছা নেই তার। এমনকি রিয়াল কিংস ব্রাজিল জাতীয় দলেরও নয়।’

এই মুহূর্তে রেড বুলের গ্লোবাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন ক্লপ। এই চুক্তি শেষ না হওয়া পর্যন্ত অন্য কোথায় যাবেন না বলেই সাফ জানিয়ে দিলেন কোসিকে, ‘রেড বুলের সঙ্গে ক্লপ কাজ করছেন। যতদিন এখানে আছেন ততদিন অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা নেই।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

ইউর্গেন ক্লপ কোচ ব্রাজিল রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর