Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয়— ডা. শফিকুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ১৭:৫৯ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৮:৪৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

লালমনিরহাট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন— নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে দুটি শর্ত পূরণ করতে হবে। তা হলো— প্রয়োজনীয় সংস্কার ও ফ্যাসিস্টদের বিচার। তারপর সঠিক নির্বাচন। নির্বাচনের আগে দৃশ্যমান, গ্রহণযোগ্য এবং মৌলিক সংস্কার প্রয়োজন। সংস্কার প্রক্রিয়ায় আমরা সরকারকে সহায়তা করতে চাই। সংস্কার ছাড়া নির্বাচন নয়।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে লালমনিরহাটে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, ফ্যাসিস্ট ও তার দোসরদের বিচার, বৈষম্যমুক্ত রাষ্ট্র বিনির্মানে প্রয়োজনী সংস্কার, নির্বাচন এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা জামায়াত এ জনসভার আয়োজন করে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদীরা এখনও রয়েছে। একটি গোষ্ঠী চাঁদাবাজিতে ব্যস্ত। জনগণ চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চায়।’

তিনি বলেন, ‘আওয়ামীলীগ আমলে হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। বিগত ৫৪ বছরের কোনো সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। কে কোন ধর্মের সেটা বড় বিষয় নয় আমরা সবাই বাংলাদেশী। সকল বাংলাদেশীদের নিয়ে আমরা কুরআনের আলোকে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই।’

ভারত প্রসঙ্গে জামায়াতে আমির বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। ভারতের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক রাখতে চাই। সম্পর্ক কেমন হবে তা ভারতকেই নিশ্চিত করতে হবে।’

জামায়াতের আমির বলেন, ‘আওয়ামী লীগ সেনাবাহিনীকে ধ্বংসের মধ্য দিয়ে তাদের ধ্বংসলীলা শুরু করেছে আর জামায়াতকে নিষিদ্ধের ধ্বংসের মধ্য দিয়ে সেই খেলা শেষ করেছে। জনগণের বিপক্ষে কেউ ঠিকে থাকতে পারে নাই, পারবে না।’

বিজ্ঞাপন

লালমনিরহাট জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে ও লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ফিরোজ হায়দার লাভলুর সঞ্চলনায় এসময় জনসভায় বিশেষ অতিথির ব্ক্তব্য দেন— জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মমতাজ আলী ও অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল প্রমুখ।

সারাবাংলা/এসআর

ড. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর