ইয়াবাসহ শ্যামলী পরিবহনের ড্রাইভার-হেলপার আটক
২৫ জুন ২০১৮ ২০:৫৫ | আপডেট: ২৫ জুন ২০১৮ ২১:১৫
।। সিনিয়র করেপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে সাত হাজার পিস ইয়াবাসহ শ্যামলী পরিবহনের একটি বাসের ড্রাইভার ও হেলপারকে আটক করেছে র্যাব-৩ এর সদস্যরা।
সোমবার (২৫ জুন) রাত সাড়ে সাতটায় র্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল এমরানুল হাসান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। আটক ব্যক্তিরা হলেন, ড্রাইভার আব্দুল হালিম ও হেলপার রনি মিয়া।
এমরানুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আটক হওয়া হালিমের বাড়ি মাগুরা জেলার শালিকা উপজেলায় আর রনির বাড়ি ঢাকার সাভার এলাকায়। তারা দুজনই চালক-হেলপারের আড়ালে ইয়াবা পাঁচারের কাজ করত।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাববাদে হালিম জানিয়েছে, তারা শ্যামলী পরিবহনের ঢাকা-কক্সবাজার রুটে গাড়ি চালায়। কক্সবাজার থেকে আসার সময় ইয়াবা নিয়ে আসে। সেই ইয়াবা ঢাকায় এনে তাদের অন্যান্য সহযোগীদের কাছে পৌঁছে দেয়।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সারাবাংলা/ইউজে/এমআই