Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় ভবন নির্মাণের ক্ষেত্রে কঠোর বার্তা রাজউক চেয়ারম্যানের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৫ ২২:০৭ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ২০:৪৮

রাস্তা প্রশস্তকরণ নিয়ে মতবিনিময় সভায় রাজউক চেয়ারম্যানের

ঢাকা: ঢাকায় ভবন নির্মাণের ক্ষেত্রে কঠোর বার্তা দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। নকশা অনুযায়ী ভবন নির্মাণ না করলে সেবা সংযোগ বিচ্ছিন্ন, উচ্চ জরিমানা, এমনকি ভবন সিলগালা করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলে এলাকাবাসীর সঙ্গে রাস্তা প্রশস্তকরণ নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব বার্তা দেন।

বিজ্ঞাপন

রাজউক চেয়ারম্যান বলেন, নির্মাণাধীন ভবনগুলোতে নিয়মের কোনো ব্যত্যয় চলবে না। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে রাজউক। প্রথমে ভবন মালিককে সতর্ক করা হবে। তিনি ঠিক না হলে তার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এরপরও তিনি সঠিক নিয়মে কাজ না করলে তার ভবন সিলগালা করা হবে। প্রয়োজনে তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হবে। রাজউক এখন ৩ হাজার ৩৮২টি ব্যত্যয়যুক্ত ভবন চিহ্নিত করে সেসব সংশোধনের কার্যক্রম অব্যাহত রেখেছে।

তিনি বলেন, আবু সাঈদ-মুগ্ধদের জীবনের বিনিময়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের সুযোগ এসেছে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। সবাই মিলে কাজ করতে হবে।

রাজউক চেয়ারম্যান বলেন, তার ক্যারিয়ার প্রাইভেট সেক্টরের। নতুন সরকার তাকে ঢাকাকে বাসযোগ্য করার দায়িত্ব দিয়েছে। এই কাজটি তিনি সততার সঙ্গে পালন করতে চান। পূর্ব রাজাবাজারের জোন ৫-এর সাবজোন পাঁচ বাই দুইয়ের যানজট নিরসনে ৩০ ফুট প্রশস্ত রাস্তা করার প্রস্তাব দিয়েছে ড্যাপ।

এ নিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনার সময় রাজউক চেয়ারম্যান বলেন, মূল দালানের ক্ষতি না করেই রাস্তা প্রশস্ত করার প্রক্রিয়া চলবে। তবে নতুন নির্মাণাধীন ভবনে কেউ নিয়ম না মানলে গ্যাস-পানির লাইন বিচ্ছিন্ন করা হবে। আলোচনায় এলাকাবাসীও পানি, গ্যাসসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। সেগুলো আমলে নিয়ে সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন রাজউক চেয়ারম্যান।

বিজ্ঞাপন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মশা এবং বর্জ্য সিটি করপোরেশনের বড় সমস্যা। পাশাপাশি জলাবদ্ধতা, সড়ক ও ফুটপাত প্রশস্তকরণ কাজও সিটি করপোরেশন করছে। এখন থেকে রাজউক ও সিটি করপোরেশন জনসেবা নিশ্চিতে একযোগে কাজ করবে। রাজউকের মতবিনিময় সভায় পূর্ব রাজাবাজারের স্থানীয় বাসিন্দা, রাজউক, ঢাকা ওয়াসা, ঢাকা উত্তর সিটি করপোরেশন, বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/এইচআই

কঠোর বার্তা ভবন নির্মাণ রাজউক রাজউক চেয়ারম্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর