Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন ইনজুরিতে যতদিনের জন্য মাঠের বাইরে নেইমার

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৫ ০৯:৫৮

লম্বা সময়ের জন্য মাঠের বাইরে নেইমার

দীর্ঘ ইনজুরি কাটিয়ে গত বছরের শেষভাগে মাঠে ফিরেছিলেন তিনি। সান্তোসের হয়ে যখন ধীরে ধীরে স্বরূপে ফেরার আভাস দিচ্ছিলেন নেইমার, ঠিকই তখনই পেলেন বড় ধাক্কা। গত সপ্তাহে নতুন এক ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। এবার জানা গেল, এই ইনজুরির কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে।

ব্রাজিলিয়ান সিরি আর ম্যাচে অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে মাঠে নেমেছিলেন নেইমার। ম্যাচের হাফ টাইমের আগেই বাম পায়ের মাংসপেশিতে চোট পান তিনি। বিরতির আগেই চোখের জলে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন নেইমার। নেইমারের এমন মাঠ ছাড়ায় অনেকেই আশংকা করছিলেন, বড় কোনো ইনজুরিতে পড়েছেন তিনি।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত সত্যি হয়েছে সেই আশংকাই। ইএসপিএন জানিয়েছে, নতুন এই চোটের কারণে কমপক্ষে ৪ থেকে ৬ সপ্তাহ খেলতে পারবেন না নেইমার। তবে এই সময়ের পরেও সুস্থ হয়ে কবে খেলতে পারবেন নেইমার, সেই ব্যাপারেও নিশ্চিত নয় সান্তোস।

পুরোপুরি সুস্থ না হওয়ায় বিশ্বকাপ বাছাইপর্বের সবশেষ দুই রাউন্ডের ম্যাচে ব্রাজিলের হয়ে মাঠে নামতে পারেননি নেইমার। ব্রাজিল তাদের পরবর্তী বাছাইপর্বের ম্যাচ খেলবে আগামী জুনে। তার আগে মাঠে ফিরে পুরোপুরি ফিট হতে পারবেন কিনা, সে নিয়েও রয়েছে নানা জল্পনা কল্পনা।

নেইমারের নতুন চোট জন্ম দিয়েছে আরও কিছু প্রশ্নের। অনেকেই ধারণা করছেন, একের পর এক চোটে জর্জরিত নেইমারের ২০২৬ বিশ্বকাপে খেলার আর সম্ভাবনা নেই বললেই চলে। জাতীয় দল থেকে অবসর নেওয়ার গুঞ্জনটাও তাই জোরেশোরে শোনা যাচ্ছে।

সারাবাংলা/এফএম

ইনজুরি নেইমার সান্তোস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর