লা লিগা
বার্সার এমন ‘কামব্যাক’ স্বপ্নেও ভাবেননি রাফিনহা
২০ এপ্রিল ২০২৫ ১১:০০
এই ম্যাচে পা হড়কালে লা লিগার শিরোপা দৌড়ে বেশ বড় ধাক্কা খেতেন তারা। সেল্টা ভিগোর বিপক্ষে ১-৩ গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য এক ‘কামব্যাকে’ শিরোপা দৌড়ে এগিয়েই থাকল বার্সেলোনা। জোড়া গোল করে ৪-৩ ব্যবধানের এই জয়ের অন্যতম নায়ক রাফিনহা। ম্যাচ শেষে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জানিয়েছেন, স্বপ্নেও এমন কামব্যাক কল্পনা করেননি তিনি!
নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল কাতালানরা। তবে এরপর বার্সাকে স্তব্ধ করে হ্যাটট্রিক করেন বোরজা ইলেসিয়াস। ৩-১ গোলের লিড নিয়ে অপ্রত্যাশিত এক জয়ের পথে এগিয়ে যাচ্ছিল সেল্টা ভিগো।
তবে সেল্টা ভিগোর বিপক্ষে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য কামব্যাক উপহার দিয়েছে বার্সা। ৯৮ মিনিটের পেনাল্টি থেকে গোল করে ৪-৩ গোলের জয় নিশ্চিত করেন রাফিনহা। এর আগে ৬৮ মিনিটে তার গোলেই ম্যাচে সমতা ফেরায় বার্সা। এই জয়ে আবারও রিয়ালের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গেল কাতালানরা।
রাফিনহা বলছেন, এমন কামব্যাক তিনি নিজেও আশা করেননি, ‘আমি স্বপ্নেও ভাবিনি এরকম একটা কামব্যাক সম্ভব। তবে আমি এই ম্যাচের নায়ক নই, ম্যাচের নায়ক দলের সবাই। এই দলের হয়ে তিন মৌসুমেই ৫০ গোল করে ফেরা আমার জন্য সত্যিই বিশেষ কিছু।’
রাফিনহার মতো উচ্ছ্বসিত ম্যাচে বার্সার আরেক গোলদাতা দানি অলমো, ‘এটাই ফুটবল। আমরা এই ম্যাচ জিততে চেয়েছিলাম, কিন্তু সবসময় নিজেদের সেরাটা দিতে পারিনি। শেষ পর্যন্ত দল জিতেছে। সমর্থকরা শেষ বাঁশি বাজা পর্যন্ত আমাদের উৎসাহ জুগিয়েছে। আমরা তিন পয়েন্ট পেলাম, এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে।’
সারাবাংলা/এফএম